দেহঘড়ি পর্ব-৮১
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের সুখবর, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং রোগ প্রতিরোধ ও নিরাময়ে চীনা ব্যবস্থা নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’।
#সুখবর
ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে আলাদা করা হলো যুক্তমাথার যমজদের
ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সফলভাবে আলাদা করা হয়েছে ব্রাজিলের যুক্তমাথার জমজদের। প্রায় চার বছর বয়সী বার্নার্ডো ও আর্থার লিমার ওপর অস্ত্রোপচার করা হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। আর এ অপারেশনে দিক নির্দেশনা দেন লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎকরা।
সিটি ও এমআরআই স্ক্যানের উপর ভিত্তি করে চিকিৎসক দলগুলো যমজদের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রজেকশন ব্যবহার করে কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষা চালায় এবং কৌশল রপ্ত করে। সার্জন নূর উল ওয়াসে জিলানি এটিকে ‘মহাকাশ যুগের একটি ব্যাপার’ বলে আখ্যায়িত করেছেন।
২০১৮ সালে সার্জন জিলানি প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘জেমিনি আনটুইন্ড’ এ অস্ত্রপচারে জন্য অর্থ সহায়তা দেয়। ওই সংস্থার মতে, এ অস্ত্রপচারটি ছিল বিশ্বে এ ধরনের অপারেশনের সবচেয়ে জটিল একটি।
জিলানি বলেন, প্রথমবারের মতো আলাদা আলাদা দেশের সার্জনরা হেডসেট পরে একই "ভার্চুয়াল রিয়েলিটি রুমে" একসাথে অপারেশন করেন।
যমজদের ওপর সাতটি অপারেশন চালানো হয়, যার মধ্যে কেবল শেষ পর্বের অপারেশনেই সময় লাগে ২৭ ঘণ্টারও বেশি এবং প্রায় ১০০ জন চিকিৎসা কর্মী শেষ পর্বের অপারেশনে যুক্ত ছিলেন।
অস্ত্রোপচারের ভার্চুয়াল রিয়েলিটির দিক সম্পর্কে বলতে গিয়ে ডাক্তার জিলানি সংবাদমাধ্যমকে বলেন, "এটি এক বিস্ময়। বাচ্চাদের কোনও ঝুঁকিতে ফেলার আগে অ্যানাটমি দেখতে পারা এবং তার ভিত্তিতে সার্জারি করা সত্যিই দুর্দান্ত ব্যাপার। আপনি কল্পনা করতে পারেন যে, এটি সার্জনদের জন্য কতটা আশ্বস্ত থাকার ব্যাপার।”