বাংলা

টিকটকে বয়স্ক মানুষের ছবি তোলা সুই খাইয়ের গল্প-China Radio International

criPublished: 2021-12-08 19:25:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুই খাই বলেন, এখন তিনি আরও অনেক বয়স্ক লোককে উষ্ণতা দিতে চান।

‘কৃষকদের কৃষিজাত পণ্য বিক্রি করা’ হলো সুই খাইয়ের নতুন চিন্তাধারা। সুই খাই বলেন, একবার ভিডিও শুটিং করতে তারা শায়ানসি প্রদেশে যান। সেখানকার কৃষকরা বেশ দরিদ্র। স্থানীয় জনগণের অর্থনৈতিক উত্স হলো লাল খেজুর রোপণ করা। তবে সেখানে পরিবহন তেমন সুবিধাজনক নয়। লাল খেজুর পাকলেও ভালো দামে বিক্রি হয় না। একদিকে কেউ সেখানে গিয়ে লাল খেজুর কিনতে চায় না, অন্যদিকে ওখান থেকে লাল খেজুর বাইরে পরিবহনের খরচ অনেক বেশি। তাই লাল খেজুর ভালো গুণগত মানের হলেও স্থানীয় জনগণের মুনাফা কম হয়। প্রচুর পরিমাণে পাকা লাল খেজুর পচে যায়।

এই দৃশ্য দেখে সুই খাই ও তার দল টিকটকে লাল খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নেন। এতে অপ্রত্যাশিত ভালো ফলাফল পাওয়া যায়। প্রথমবার চেষ্টার পর তারা অনলাইনে নয় হাজারেরও বেশি অর্ডার পান এবং ৩ লাখ ইউয়ানের পণ্য বিক্রি হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সুই খাই ও তার দল বিভিন্ন প্রদেশের গ্রামে যান এবং স্থানীয় নানা উচ্চ মানের কৃষি পণ্য দেখেন।

কানসু প্রদেশের হানিডিউ, ফুচিয়েন প্রদেশের জাম্বুরা এবং সিছুয়ান প্রদেশের ডালিম বেশ উন্নত। স্থানীয় কৃষকরা সারা জীবনের পরিশ্রম দিয়ে এসব কৃষিপণ্য চাষ করে আসছেন। তবে গ্রামের বাইরের মানুষের কাছে এসব পণ্য পাঠানোর কোনও সুযোগ নেই।

সুই খাইয়ের টিকটক তাদের জন্য একটি চ্যানেল সৃষ্টি করে দেয়। এসব উচ্চ মানের কৃষিপণ্য আস্তে আস্তে জনগণের কাছে পরিচিত হয়ে ওঠে।

সুই খাই-ও কৃষকদের মধ্যে খুব বিখ্যাত মানুষ হয়ে ওঠেন।

নিজের প্রভাবকে কাজে লাগিয়ে দূরবর্তী পাহাড়ি অঞ্চলের জনগণকে সাহায্য করা এবং তাদের কৃষিপণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে জীবন উন্নত করা হলো ইন্টারনেটে জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ তাত্পর্য।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn