বাংলা

সু হুয়া ওয়েট’র গল্প-China Radio International

criPublished: 2021-09-30 11:03:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জীবনের মৌলিক প্রয়োজনের নিশ্চয়তা পাবার পর সু হুয়াওয়ে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারেন।

২০০৮ সালে সু হুয়াওয়ে ২৪.৬৫ সেকেন্ডে বেইজিং অলিম্পিক গেমসের দুশ’ মিটারের টি-৩৬ শ্রেণীর স্বর্ণপদক এবং একশ’ মিটার প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক অর্জন করেন। সেখানে অ্যান্ডি লাউ দাঁড়িয়ে সু হুয়াওয়েকে আলিঙ্গন করেন।

আসলে ৩০ বছর আগে থেকেই অ্যান্ডি লাউ ব্যক্তিগত উদ্যোগে প্যারালিম্পিক গেমসকে সমর্থন করে আসছেন। ১৯৯২ সালের জুলাই মাসে স্পেনের বার্সেলোনা অলিম্পিক গেমসের জন্য অ্যান্ডি লাউ টেলিভিশন ব্রডকাস্টস লিমিটেডের আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। তখন তিনি জানতে পারেন যে, অলিম্পিক গেমসের মূল প্রতিযোগিতার পর প্যারালিম্পিক গেমসও অনুষ্ঠিত হয়।

তখন তিনি ভাবেন যে, তারা সবাই স্বর্ণপদক জিতেছেন এবং দেশের জন্য গৌরব ও মর্যাদা জিতেছেন। কেন সবাই শুধু অলিম্পিকের ওপরই দৃষ্টি রাখেন। এদিকে খুব কম মানুষই প্যারালিম্পিকের ওপর দৃষ্টি দেন।

তাই তিনি নিজের খরচে প্যারালিম্পিকের প্রতিযোগিতা দেখতে যান। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক গেমসের পুরুষদের ৪০০ মিটার রিলে দৌড়ে হংকংয়ের প্রতিবন্ধী প্রতিনিধি দল ব্যর্থ হয়। হংকংয়ে ফিরে আসার পর অ্যান্ডি লাউ প্রত্যেক হংকং খেলোয়াড়কে একটি স্বর্ণপদক দেন। এটাই প্যারালিম্পিক ক্রীড়াবিদ এবং অ্যান্ডি লাউ’র মধ্যে একটি যোগাযোগের সূত্র হয়ে ওঠে। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকের পর থেকে, প্রতিবার প্যারালিম্পিক দল হংকংয়ে ফিরে আসার পর, তিনি প্রত্যেককে একটি কাস্টমাইজড ‘অলিম্পিক স্বর্ণপদক’ দেন, যাতে সবাই মনে করেন যে তিনি তার পরিশ্রমের প্রতিদান পেয়েছেন। অ্যান্ডি লাউ বলেন, ‘স্বর্ণপদকটি অবশ্যই প্রকৃত স্বর্ণ, তবে স্বর্ণ একটু পাতলা।

শুধু তাই নয়, প্রতি বছর অ্যান্ডি লাউ এক লাখেরও বেশি হংকং ডলার হংকংয়ের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অনুদান দেন এবং মাঝেমাঝে তাদেরকে মানসিক উত্সাহ দিয়ে থাকেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn