বাংলা

সু হুয়া ওয়েট’র গল্প-China Radio International

criPublished: 2021-09-30 11:03:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৯৫ সালে টেলিভিশন ব্রডকাস্টস লিমিটেডের তৈরি জনকল্যাণমূলক ভিডিওতে অ্যান্ডি লাউ প্রথমবারের মতো প্রতিবন্ধী ক্রীড়াবিদের চরিত্রে অভিনয় করেন। এ ভূমিকার প্রোটোটাইপ চাং ওয়েলিয়াং, যিনি একজন প্রতিবন্ধী তলোয়ার যোদ্ধা।

২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে সবচেয়ে মহান তারকারা যৌথভাবে ‘বেইজিং আপনাকে স্বাগত জানায়’ নামে একটি গান পরিবেশন করেন। তবে অ্যান্ডি লাউ ১৫ লাখ হংকং ডলার খরচ করে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য ‘Everyone is no.1’ নামের গানটি তৈরি করেন। তিনি প্যারালিম্পিকের জন্য শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।

‘Everyone is no.1’ নামে এই মিউজিক ভিডিওতে অ্যান্ডি লাউ একজন রানারের চরিত্রে অভিনয় করেন। দৌড়ের কারণে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করতেন। একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি একটি পা হারান। তারপর কৃত্রিম পা দিয়ে তিনি আবারও উঠে দাঁড়ান এবং পুনরায় ক্রীড়াবিদের জীবন শুরু করেন।

বেইজিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ও হানহোং নামে একজন গায়িকার সঙ্গে ‘ফ্লাইং উইথ ড্রিমস’ গানটি পরিবেশন করেন।

২০১০ সালে অ্যান্ডি লাউ চীনের প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। যখন তার নির্বাচনের প্রস্তাব পাস হয়, তখন নানা বিতর্ক সৃষ্টি হয়। অনেকে মনে করতেন যে, চেয়ারম্যান একটি আলঙ্কারিক পদ; তাই ভাইস চেয়ারম্যানকে নানা কাজ করত হয়। তাই এত বড় তারকা হিসেবে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় তাঁর হবে না।

তবে এ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যান্ডি লাউকে সমর্থন জানিয়ে বলেন, প্রতিবার তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি দ্বিধা না করেই রাজি হয়ে যান এবং সময়মতো উপস্থিত থাকেন।

আসলে অ্যান্ডি লাউ ছাড়া, বিনোদন অঙ্গনে আরও অনেক তারকা আছেন, যারা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের গুরুত্ব দেন।

আসলে দীর্ঘদিন ধরে অনেক সিনেমা ও টিভি শো প্রতিবন্ধী ক্রীড়াবিদদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে। তাদের গল্প অনেক উত্সাহব্যঞ্জক ও চমত্কার।

এসব চলচ্চিত্রের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। কারণ, সেসব চলচ্চিত্রের মাধ্যমে আমরা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মানসিক জগতের আরও কাছাকাছি চলে যেতে পারি।

সুস্থ মানুষ হিসাবে আমরা তাদের জন্য যা করতে পারি, তা হলো- তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া, কারণ তাদের যা প্রয়োজন তা পূরণের ব্যবস্থা করা এবং আধ্যাত্মিক উৎসাহ ও সমর্থন দেওয়া। শুধুমাত্র বস্তুগত সহায়তা কার্যকর হয় না।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn