বাংলা

ফারএওয়ে ব্রাইডস্‌-China Radio International

criPublished: 2021-02-04 14:42:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি স্ত্রীকে বলেন, শত বছর বয়সেও আমরা একসাথে জীবন কাটাবো।

‘Faraway Brides’ নামের এ অনুষ্ঠানে আরো আছে মুগ্ধকর ও বিব্রতকর প্রেমের গল্প। সকল ট্রান্সন্যাশনাল বিবাহের পরিণতি সুন্দর হয় না। তবে নিজের দেশ ছেড়ে অপরিচিত দেশে বাস করার যন্ত্রণা তারা ভুগছেন প্রতিদিন। শুধু তাই নয়, তাদের সামনে নানা চ্যালেঞ্জও আছে। ক্যারিয়ার, সন্তান লালন-পালন, বিশাল সাংস্কৃতিক পার্থক্য তথা জাতিগত বৈষম্যের সম্মুখীন হতে বাধ্য হন তারা।

ভবিষ্যতে আর কতো প্রতিবন্ধকতা, স্বামীর সঙ্গে আর কতো ঝগড়া—ইত্যাদিক যা-ই হোক, ক্যামেরার সামনে কাঁদার পর তারা হাসি ও আশা নিয়ে ভবিষ্যতকে স্বাগত জানান।

এসব দম্পতির ভবিষ্যত কী? তাদের কি বিবাহবিচ্ছেদ ঘটবে? নাকি তারা আমৃত্যু সুখ-শান্তিতে জীবন কাটাবেন? কে বলতে পারে!

আজীবন প্রতিশ্রুতি’র নিশ্চয়তা আসলেই নিজের হাতে। জীবনে সবসময়ই সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। বিবাহ জীবনের একমাত্র বাছাই নয়। ট্রান্সন্যাশনাল বিবাহ সুখী জীবনের নিশ্চয়তাও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মনের গহীনে ভালোবাসার শক্তি হারিয়ে যেন না-যায়।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn