বাংলা

ফারএওয়ে ব্রাইডস্‌-China Radio International

criPublished: 2021-02-04 14:42:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বসন্ত উত্সব খুব কাছাকাছি চলে এসেছে। পরিবারের পুনর্মিলনের এই উত্সবে কয়েকটি টপিক প্রতি বছরই সামনে আসে। সারা বছর অন্য জায়গায় কাজ করা তরুণ-তরুণরীরা বসন্ত উত্সবের ছুটিতে বাড়ি যাওয়ার পর আশেপাশের আত্মীয়স্বজন বা বন্ধুরা অবশ্যই তাদেরকে জিজ্ঞাস করেন: চাকরি কেমন? বেতন কেমন? বিয়ে হয়েছে কি না? সন্তান আছে কি না? দ্বিতীয় সন্তান নেওয়ার প্রস্তুতি কেমন চলছে? এসব প্রশ্নের কারণে অনেক তরুণ-তরুণীর মনে বসন্ত উত্সব এখন একটি আতঙ্কের নাম।

বসন্ত উত্সব পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দেয়। আবার একশ্রেণির তরুণ-তরুণীর জন্য বিরূপ পরিস্থিতিও সৃষ্টি করে। এসব প্রশ্নের মধ্যে বিবাহসংক্রান্ত প্রশ্ন সবচেয়ে বিব্রতকর। কারণ, প্রত্যেক চীনা তরুণ-তরুণীর বিবাহ মানে প্রবীণদের কাছে বংশের ধারা বজায় রাখা এবং মানবজাতির টিকে থাকা। তাই নিজের ইচ্ছামতো অবিবাহিত জীবন কাটানো উচিত নয় বলে প্রবীণরা মনে করেন।

আজকের ‘আলোছায়া’ আসরে আমরা বিবাহসম্পর্কিত রিয়ালিটি শো’র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই রিয়ালিটি শো’র নাম হচ্ছে ‘ফারএওয়ে ব্রাইডস্‌’।

হংকংয়ের টেলিভিশন ব্রডকাস্টস লিমিডেট (টিভিবি)-র উদ্যোগে নির্মিত এ সিরিজ অনুষ্ঠান এখন পর্যন্ত মোট তিন সিজন পার করেছে।

প্রতি সিজনে বিদেশে বিয়ে করা হংকংয়ের নারীদের ওপর ফোকাস করা হয়। কোনো অভিনব শুটিংয়ের উপায় নেই শো-তে। গোটা অনুষ্ঠানে রয়েছে কথোপকথনের স্বতন্ত্র রূপ। প্রতি পর্বের দৈর্ঘ্য মাত্র ২০ মিনিট।

সিও ইউন ফ্রান্সে বিয়ে করা একজন প্যাস্ট্রি শেফ। তার স্বামী রেগিস একজন শিল্পী। তাদের দু’জনের মিলিত হওয়ার গল্প যেন রোম্যান্টিক মুভির মতো। একদিন যখন সিও ইউন রাস্তার পাশের একটি বারে বিয়ার পান করছিলেন, তখন চাকরি করতে হংকংয়ে আসা রেগিস তাকে দেখে ছবি তুলেছিলেন। সিও ইউন অবশ্যই অবাক হয়ে যান এবং রাগের সাথে তাকে জিজ্ঞাস করেন: তুমি কেন আমার ছবি তুলেছো?

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn