আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই-China Radio International
চলচ্চিত্রের শেষ দিকে, দু’হাজার বছরের অপেক্ষার পর ডেভিডের সঙ্গে মা’র দেখা হয়। ডেভিড মানব শিশুতে পরিণত না হলেও, ভিনগ্রহের বাসিন্দাদের দৃষ্টিতে সে মানুষের জীবিত জীবাশ্ম, কারণ তার অনন্য স্মৃতি ও ভাবানুভূতি আছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই নামের চলচ্চিত্রটিতে যেন এ কথা বলার চেষ্টা করা হয়েছে যে, বিজ্ঞান ও প্রযুক্তি যত দ্রুত উন্নত হোক না কেন, ভালোবাস হলো ইউনিভার্সের চূড়ান্ত কথা। ভালোবাসা থাকলে মানব প্রকৃতি বাঁচিয়ে রাখা যায় এবং সারা বিশ্ব কাজ করতে পারে।
চলচ্চিত্রটি মোট পাঁচটি স্যাটার্ন পুরস্কার অর্জন করেছে যার মধ্যে সেরা বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র পুরস্কারও রয়েছে। এ ছাড়া দুইটি ক্ষেত্রে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ক্ষেত্র দুটি হল সেরা ভিজুয়াল ইফেক্ট এবং সেরা মূল সঙ্গীত স্কোর।
প্রিয় বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই নামে চলচ্চিত্রের প্রধান বিষয় শোনার পর এবার আমরা এআই নিয়ে একটু আলোচনা করবো।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মাঝেই বিতর্ক হয়। অনেকেই বিশ্বাস করেন যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আসলে মুক্ত চিন্তার ও সচেতন কম্পিউটার সিস্টেম বোঝায়, যা জীবিত প্রাণির মতোই নিজস্ব মতামত পোষণ করতে পারবে। বাস্তবে আমরা এরকম কম্পিউটার সিস্টেম তৈরি করা থেকে এখনো বহুদূরে রয়েছি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইভিত্তিক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ডাটা অনুসন্ধান ও পরিমাপের মাধ্যমে ফলাফল নির্ণয় করে, যার ফলে প্রাপ্ত ফলাফল হয় ডাটানির্ভর এবং পরিমাপযোগ্য।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট ভ্যালু বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে ব্যবসাক্ষেত্রে এই প্রযুক্তির বৈপ্লবিক প্রয়োগ। বিশ্বের অসংখ্য ব্যবসা ও সার্ভিস এখন ‘এআই” বা মেশিন লার্নিং সেবা’ দিচ্ছে । সবচেয়ে সহজ উদাহরণ হলো এআই চ্যাটবট। মেশিন লার্নিং এর মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে শেখা এই চ্যাটবটের সাথে মানুষ কথা বলতে পারবে, এমনকি বিভিন্ন তথ্যও জানতে পারবে এই চ্যাটবটগুলোর কাছ থেকে। এই ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক ধরনের কম্পিউটার সিস্টেম যা এমন সকল কাজ করতে সক্ষম যা করার জন্য সাধারণত মানুষের বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। এমন কিছু কাজের উদাহরণ হলো স্পিচ রিকগনিশন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা (Decision Making) এবং এক ভাষা থেকে আরেক ভাষায় লেখা বা কথা অনুবাদ করা।