বাংলা

মহাপ্রাচীরের গাইড চাং সিয়াও ইয়েন

CMGPublished: 2024-11-25 15:30:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আবহাওয়ার সাথে জড়িত কয়েকটি মেজরের শিক্ষার্থীরা চাকরি-মেলায় কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। আবহাওয়া, গণিত ও পদার্থবিদ্যা, তথ্যপ্রযুক্তি, মিডিয়া প্রচার, শিক্ষা ও প্রশিক্ষণ, ফাইন্যান্স অ্যাকাউন্টিং, বহুমুখী প্রশাসনসহ সংশ্লিষ্ট বিষয়ের স্নাতক শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারেন।

এ চাকরি-মেলা নানচিং তথ্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে। তবে, চীনের ফুতান বিশ্ববিদ্যালয়, নানচিং বিশ্ববিদ্যালয়, চোংশান বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় অংশ নিতে আসেন।

চোংশান বিশ্ববিদ্যালয়ের বায়ু বিজ্ঞান গবেষণা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী সিয়াও ক্য সংবাদদাতাকে বলেন, তিনি কুয়াংচৌ থেকে নানচিংয়ে এসেছেন চাকরি-মেলায় যোগ দিতে। কারণ, এ চাকরি-মেলা বেশ বড়, সবাই এখান থেকে উপযুক্ত ও সেরা চাকরি খুঁজতে আগ্রহী।

নানচিং তথ্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট শিক্ষার্থী ইয়াং ইং চাকরি-মেলায় মোট তিনটি সিভি পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পর তিনি খেয়াল করেন যে, এআই প্রযুক্তি, মেরু জলবায়ু গবেষণার সাথে জড়িত দক্ষ ব্যক্তিদের চাহিদা বেশি। শিক্ষার্থী ইয়াং প্রধানত পূর্ব এশিয়ার জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করে থাকেন। তাই, এআই প্রযুক্তি ও মেরু জলবায়ুর সাথে জড়িত চাকরি পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

বস্তুত, এবারের চাকরি-মেলায় আবহাওয়ার সাথে জড়িত ২০০টিরও বেশি চাকরির সুযোগ প্রদান করা হয়। এতে সমুদ্র নেভিগেশন, প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র বিজ্ঞান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং পদার্থবিদ্যাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

নানচিং তথ্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছেন হাই শান বলেন, চলতি বছর বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ১৯২ জন, যাদের মধ্যে ১৬৩২ জন আবহাওয়া বিভাগের এবং আবহাওয়ার সাথে জড়িত শিক্ষার্থীর সংখ্যা ১১১১ জন। এসব শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রদেশের ১৫টি আঞ্চলিক সরকারের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে। পাশাপাশি, হুয়াওয়ে, টেসেন্ট, সিয়াওমি-সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে মোট ১২০০টিরও বেশি শ্রেষ্ঠ কোম্পানি বেছে নেওয়া হয়েছে। তা ছাড়া, বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের চাকরি-মেলা আয়োজন করে থাকে। গত ৩ বছরে কর্মসংস্থানের সুযোগ ১ লাখেরও বেশি দাঁড়িয়েছে, যা স্নাতক শিক্ষার্থীদের ব্যাপক সুবিধা দিয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn