বাংলা

শিশু-শিক্ষার্থীদের দাঁতের সমস্যা ও সমাধান

CMGPublished: 2024-09-16 15:30:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনা পিতামাতাদের একটি কমন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করবো। আর সেটি হচ্ছে শিশু-শিক্ষার্থীদের দাঁতের সমস্যা ও এর সমাধান। ছুটির দিনগুলোতে, বিশেষ করে গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটিতে, চীনের বিভিন্ন এলাকার হাসপাতালে অনেক শিশু-শিক্ষার্থীকে দেখা যায়। সাধারণত, ছুটির দিনগুলোতে সংশ্লিষ্ট পিতামাতারা বাচ্চাদের নিয়ে চোখ ও দাঁতের ডাক্তারের কাছে যান। বর্তমানে চোখ ও দাঁতের সমস্যায় ভুগছে—এমন চীনা শিশু-শিক্ষার্থীর সংখ্যা অনেক।

চীনা পিতামাতারা আজকাল বাচ্চাদের দাঁতের ওপর অনেক গুরুত্ব দিচ্ছেন। ছুটির দিনে, হাসপাতালের ডেন্টাল ক্লিনিকগুলোতে, অনেক বাচ্চা দেখা যায়। সংশ্লিষ্ট পিতামাতা আশা করেন, দ্রুত তাদের বাচ্চার দাঁতের সমস্যার সমাধান হবে।

রাজধানী বেইজিংয়ের হাইতিয়ান এলাকার মা চেং লি মেয়ের দাঁতের সমস্যা নিয়ে উদ্বিগ্ন। তাঁর মেয়ে প্রাথমিক স্কুলে পড়াশোনা করছে। তার দাঁতগুলো খানিকটা আঁকাবাকা, বিশৃঙ্খল। অনেকে ডাক্তারের কাছে গিয়ে এ সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। তবে পরিবারের প্রবীণদের বক্তব্য ভিন্ন। তাঁরা মনে করেন, এখন বাচ্চার বয়স কম, বড় হলে দাঁতগুলোর আঁকাবাকা অবস্থাটা থাকবে না। আবার কেউ কেউ বলেন, খানিকটা আঁকাবাকা দাঁত দেখতে সুন্দর।

ম্যাডাম চেং শুধু অনেক চীনা পিতামাতার মধ্যে একজন। আরও অনেকে একই সমস্যা নিয়ে আছেন। এ সম্পর্কে বেইজিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টোমাটোলজিক্যাল হাসপাতালের অর্থোডন্টিক্স বিভাগের পরিচালক, ডাক্তার সিয়ে সিয়ান চ্যু বলেন, এ ধরনের সমস্যায় পিতামাতার উদ্বিগ্ন হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। কারণ, পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনে বাচ্চাদের মধ্যে দাঁতের ম্যালোক্লুশনে আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশ। খাবার দিন দিন উন্নত হচ্ছে, খাদ্যগ্রহণের পরিমাণ বেড়েছে, চোয়ালের ব্যবহার বেড়েছে, ফলে সংশ্লিষ্ট চোয়ালের চুইং ফাংশনের ক্ষমতাও কমছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn