বাংলা

চীনের অন্যতম সেরা শিক্ষক অধ্যাপক ফাং হুয়া ছানের গল্প

CMGPublished: 2024-09-09 15:30:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিঠির শেষ দিকে অধ্যাপক ফাং লিখেনছেন, “প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোমাদের পড়াশোনা ও জীবনযাপনের পরিবেশ বদলে গেছে। অতীতের পড়াশোনার পদ্ধতি এখন আর কার্যকর হবে না; নিজে নিজে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবং যত দ্রুত সম্ভব ভালো পড়াশোনার অভ্যাস গঠনে তোমরা সক্ষম হবে বলে আশা করি।”

অধ্যাপক ফাংয়ের চিঠিতে তার আন্তরিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য, ও শিক্ষকতার প্রতি আবেগ ফুটে উঠেছে। আশা করি, তিনি দীর্ঘকাল সুস্থ থাকবেন এবং চীনের পেট্রোলিয়াম গবেষণার কাজে আরও অবদান রাখতে সক্ষম হবেন। তাঁর হাত ধরে উঠে আসবে আরও বেশি দক্ষ মানুষ, যারা দেশগঠনে রাখবে ভূমিকা।

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn