বাংলা

চীনের অন্যতম সেরা শিক্ষক অধ্যাপক ফাং হুয়া ছানের গল্প

CMGPublished: 2024-09-09 15:30:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১০ সেপ্টেম্বর চীনের শিক্ষক দিবস। প্রতিবছরের সেপ্টেম্বর মাসে চীনের সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টার শুরু হয়। এবারও এর ব্যক্তিক্রম হয়নি। এদিকে, শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রতিবছর চীনে সেরা শিক্ষক নির্বাচন ও তাদের পুরস্কার দেওয়ার জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের একজন প্রবীণ ও অন্যতম সেরা শিক্ষকের গল্প তুলে ধরবো। তিনি প্রায় ৭০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করে এসেছেন। তাঁর প্রচেষ্টায় চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেট্রোলিয়াম বিভাগ থেকে অনেক সেরা প্রতিভা বের হয়েছেন। চলুন, অধ্যাপক ফাংয়ের গল্প জেনে নেওয়া যাক।

জনাব ফাং হুয়া ছান ১৯৩০ সালের মার্চ মাসে চীনের আনহুই প্রদেশের তিংইউয়ান জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি তত্কালীন ‘বেইইয়াং’ (থিয়ানচিন) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পরের বছরের সেপ্টেম্বর মাসে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

১৯৫২ সালে বেইইয়াং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর, তিনি বেইজিংয়ে আসেন এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর নতুন একটি বিভাগ চালুর দায়িত্ব বর্তায় তাঁর কাঁধে। অথচ ওই বিষয়ের ওপর কোনো পাঠ্যপুস্তক ছিল না। তাই, তিনি নিজে প্রথমে রুশ ভাষা শেখেন এবং পরে রুশ ভাষা থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক চীনা ভাষায় অনুবাদ করেন। পুরো বই অনুবাদের সময় তিনি পাননি। রাতে যতটুকু অনুবাদ করতেন, পরের দিন ক্লাসে সেটুক শিক্ষার্থীদের শেখাতেন। তিনি পাঠ্যপুস্তকের অনুবাদের অংশটুকু কাগজে লিখে শিক্ষার্থীদের দিতেন।

চলতি বছর জনাব ফাংয়ের বয়স হয়েছে ৯৪। তবে, তিনি আগের মতোই ক্লাস নেন এবং ক্লাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেন। তিনি এখনও ঘরের দেয়ালের সামনে দাঁড়িয়ে ক্লাসের লেকচার প্রাকটিস করেন। যথাযথ প্রস্তুতি নেওয়ার পরই কেবল তিনি ক্লাসে যান।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn