চীনে প্রত্নতত্ত্ব বিভাগের জনপ্রিয়তা বাড়ছে
৪৩ বছর বয়সের মা লিউ সু না নাইট স্কুলের নৃত্য ক্লাসের শিক্ষার্থী। প্রতি সপ্তাহে এ নৃত্য ক্লাস তাঁর জন্য মজার ব্যাপার; একঘেয়ে ও বিরক্তিকর জীবনে ইতিবাচক পরিবর্তন। এটি তাঁর জন্য বেশ আনন্দের বিষয়।
সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। সংবাদদাতারা কুয়াংসি, কুয়াংতুং এবং হুপেইসহ বিভিন্ন এলাকার নাইট স্কুল পরিদর্শন করেন। তাঁরা খেয়াল করেন যে, তরুণ পিতামাতারা ক্রমবর্ধমান হারে নাইট স্কুলে ভর্তি হচ্ছেন। এতে বাচ্চারা খানিকটা স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগও পাচ্ছে। তবে, রাতের সময় যখন বাবা-মা ক্লাসে থাকেন, তখন বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটি একটি নতুন চ্যালেঞ্জ।
এ সমস্যা সমাধানে, অনেক নাইট স্কুলে বাচ্চাদের জন্য বিশ্রাম রুম বা অধ্যয়ন রুম গড়ে তোলা হয়েছে। বাচ্চারা এখানে বাবা-মায়ের জন্য অপেক্ষার সময় বই পড়তে পারে এবং হোমওয়ার্কও করতে পারে।
নাননিং শহরের যুব কার্যকলাপ কেন্দ্রে কম বয়সের বাচ্চাদের জন্য বিশেষ ক্লাস চালু করা হয়েছে। হস্তকর্মশিল্প, ক্যালিগ্রাফি ও চারুকলাসহ বিভিন্ন ক্লাস বাচ্চাদের জন্যও খোলা থাকে। এভাবে বাবা-মার সাথে প্রশিক্ষণ ক্লাসে যোগ দিতে পারে তারা। এ সম্পর্কে পরিচালক হুয়াং বলেন, মোবাইল ফোনে গেমস খেলার চাইতে, বাবা-মা ও বাচ্চাদের একসঙ্গে ক্লাস করা উত্তম।