চীনে প্রত্নতত্ত্ব বিভাগের জনপ্রিয়তা বাড়ছে
চীনে রাতের স্কুলে নৃত্যসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের জনপ্রিয়তা বাড়ছে
গত কয়েক বছরে চীনের বিভিন্ন এলাকায় নাইট স্কুল চীনা যুবক-যুবতীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। যারা স্নাতক ডিগ্রি অর্জন করে চাকরি করনছেন, এমন যুবক-যুবতীদের মধ্যে নাইট স্কুলে নৃত্য বা চারুকলাসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া বেশ আকর্ষণীয় ব্যাপার। তা ছাড়া, তরুণ পিতামাতারাও ধীরে ধীরে নাইট স্কুলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। অনেক বাবা-মা বলেন, অতীতে শুধু বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ ক্লাসে যেতেন। তবে, বর্তমানে নিজের প্রিয় বিষয়ের ওপর নিজেই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ বেশি।
৪০ বছর বয়সের মা লিয়াও ইয়ান মেই নাননিং শহরের বাসিন্দা। তিনি নৃত্য বেশ পছন্দ করেন। তাই, রাতে নৃত্যের ক্লাস করেন তিনি। ক্লাসের সময় তার বাচ্চা ক্লাসরুমের বাইরে অপেক্ষা করে। এ সম্পর্কে নাননিং শহরের যুব কার্যকলাপ কেন্দ্রের পরিচালক ও নাইট স্কুলের দায়িত্বশীল কর্মকর্তা হুয়াং চিয়া ইয়ু বলেন, অতীতে বাবা-মা বাচ্চাদের প্রশিক্ষণ ক্লাসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেতেন। আর এখন, তরুণ পিতামাতা ক্লাস করেন ও বাচ্চারা তাদের জন্য বাইরে অপেক্ষা করে। এটি একটি নতুন পরিবর্তন।
ম্যাডাম লিয়াও’র ছেলে ও মেয়ে এখন হিপহপ ও চীনা ঐতিহ্যিক নৃত্য শিখছে। বাচ্চারা নৃত্যচর্চা অনেক কঠিন বলে অভিযোগ করে। একসময় মা লিয়াও ইয়ান মেই বড়দের নৃত্য ক্লাসে ভর্তি হন। তিনি বাচ্চাদের মতো নৃত্যের কষ্ট অনুভব করতে চান এবং এর মাধ্যমে বাচ্চাদের সহায়তা ও উত্সাহ দিতে চান। তিনি নৃত্য শেখার মাধ্যমে নতুন মজা পেয়েছেন।
১৪ বছর বয়সের মেয়ে মো চৌ লিন একা বসে জল রং ইলাস্ট্রেশন ক্লাসের বাইরে তার মায়ের জন্য অপেক্ষা করে। তার মায়ের বয়স ৪২ বছর। মেয়ে জন্ম দেওয়ার পর মা কোনো চাকরি করেননি। এখন চারুকলা ক্লাসে অংশ নেওয়ার পর মেয়ের সাথে কথাবার্তার সময়ও বেড়েছে। প্রতিদিন ছবি আঁকার হোমওয়ার্ক করতে গিয়ে তার জীবনকে অনেক অর্থপূর্ণ ও পরিপূর্ণ মনে হয়।