বাংলা

চীনে প্রত্নতত্ত্ব বিভাগের জনপ্রিয়তা বাড়ছে

CMGPublished: 2024-07-29 15:00:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশে কাওখাও পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য নিবন্ধনকাজও শুরু হয়েছে। দেখা যাচ্ছে, একটি বিভাগ শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। আর, সেটি হল প্রত্নতত্ত্ব বিভাগ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কয়েকটি প্রদেশে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা স্নাতক হবার পর দ্রুত চাকরি পেয়েছেন।

শানতুং প্রদেশ, শানসি প্রদেশ ও শাআনসি প্রদেশে নতুন প্রত্নতত্ত্ব বিভাগের অনার্স শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও নিবন্ধন পরিকল্পনা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। চলতি বছর শানতুং প্রদেশে মোট ৬০ জন শিক্ষার্থী প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হবেন এবং তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় নির্দিষ্ট প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর করবেন। পড়াশোনার ব্যয় ও বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের ভাড়া বিশ্ববিদ্যালয় বহন করবে। পাস করার পর তাঁরা সরাসরি সরকারি প্রতিষ্ঠানে চাকরিও পাবেন। সেখানে তাদের কর্মসময় ৫ বছরের চেয়ে কম হবে না।

আসলে, একসময় প্রত্নতত্ত্ব অনেকের কাছে অপরিচিত ও অজনপ্রিয় বিষয় ছিল। তবে, চীনের বিভিন্ন প্রদেশের জাদুঘরে বা দর্শনীয় স্থানে প্রচুর সাংস্কৃতিক উত্তরাধিকার থাকায়, প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণকাজের সম্ভাবনা এন্তার। পিকিং বিশ্ববিদ্যালয় সর্বপ্রথমে প্রত্নতত্ত্ব বিভাগের অনার্স কোর্স চালু করে। সেখান থেকে অনেক শ্রেষ্ঠ, দক্ষ ও সুবিখ্যাত প্রত্নতত্ত্ববিদ বের হয়েছেন।

বর্তমানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ের প্রত্নতত্ত্ব কোর্সের অধীনে প্রধানত কালানুক্রমিকভাবে মৌলিক জ্ঞান শিখতে হয়। যেমন, প্যালিওলিথিক থেকে সং, ইউয়ান, মিং ও ছিং রাজবংশ আমল এতে অন্তর্ভুক্ত। তা ছাড়া, পশুপ্রাণী ও উদ্ভিদ প্রত্নতত্ত্ব ও পরিবেশ প্রত্নতত্ত্বও রয়েছে।

প্রত্নতত্ত্ব ক্লাসে ফিল্ড জরিপ অতি গুরুত্বপূর্ণ। চিলিন বিশ্ববিদ্যালয়ে শানসি প্রদেশের ইয়ুনছেং শহরের সিয়া জেলায় একটি বিশেষ ফিল্ড জরিপ ঘাঁটি নির্মিত হয়েছে। শিক্ষার্থীদের এ ঘাঁটিতে কমপক্ষে গ্রীষ্মকাল, শরত্কাল ও শীতকাল কাটাতে হয় এবং সেখানে তাঁরা অন্বেষণ, জরিপ, অনুসন্ধান, পরিমাপ, ডিজিটাল মডেল স্থাপন, শিল্পকর্ম পুনরুদ্ধার ও অনুসন্ধান প্রতিবেদন রচনাসহ প্রত্নতত্ত্বসংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn