বাংলা

চীনের ছিংতাও শহরে কারিগরি শিক্ষার উন্নয়নে নতুন পদ্ধতি

CMGPublished: 2024-07-08 15:42:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শেনচেন শহরে ২০১৯ সালের জরিপ থেকে জানা গেছে, স্থানীয় অঞ্চলের মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা ১.৯ মিটার ছাড়িয়ে গেছে। তাদের জন্য সবচেয়ে বড় সাইজের টেবিল ও চেয়ারও যথেষ্ট নয়।

শিক্ষামহলের ব্যক্তিরা বলছেন, যদিও চীন সরকার সংশ্লিষ্ট টেবিল ও চেয়ারের মানদন্ড ঠিক করেছে, তবে অনেক স্কুলে বাজেটের অভাবের কারণে পুরনো টেবিল ও চেয়ার ব্যবহার করা হয়। একটি টেবিল ও চেয়ার নির্মাণ কোম্পানির প্রধান বলেন, স্কুলগুলো স্থির টেবিল ও চেয়ার বেশ পছন্দ করে, কারণ এমন টেবিল ও চেয়ারের মান বেশ ভালো আর দীর্ঘকাল ধরে ব্যবহার করা যায়। তবে, ছোট-বড় করা যায়—এমন টেবিল ও চেয়ারের দাম বেশি। ফুচৌ শহরের কুলৌ প্রাথমিক স্কুল গত বছর ১৬৫ সেট সমন্বয়ী টেবিল ও চেয়ার কিনেছে, মোট ৮২ হাজার ১৭০ ইউয়ান খরচ করে। প্রতি সেট প্রায় ৫০০ ইউয়ান। সেটি স্থির টেবিল ও চেয়ারের চেয়ে অনেক দামী।

স্কুলের টেবিল ও চেয়ার বাচ্চাদের স্বাস্থ্যের সাথে জড়িত বিষয়। তাই চেয়ার ও টেবিলের আকার আরও উপযোগী করা ও বাচ্চাদের জন্য আরামদায়ক পড়াশোনার পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন পক্ষের যৌথ প্রয়াস দরকার। এ প্রেক্ষাপটে চীনের বিভিন্ন এলাকায় নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন, ছাত্রছাত্রীদের গড় উচ্চতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বাস্তবতা বিবেচনায় রেখে, নতুন টেবিল ও চেয়ার কেনার সময় বড় সাইজ বেছে নেওয়া হচ্ছে। যাদের শরীরের উচ্চতা বা ওজন সাধারণ ছাত্রছাত্রীদের চেয়ে বেশি, তাদের জন্য বিশেষ সাইজের চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে কোথাও কোথাও।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn