চীনের ছিংতাও শহরে কারিগরি শিক্ষার উন্নয়নে নতুন পদ্ধতি
কারিগরি শিক্ষা খাতে বরাদ্দও বাড়িয়েছে কর্তৃপক্ষ। ২০২০ সাল থেকে ছিংতাও শহরে মোট ২৯৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে, ছিংতাও কারিগরি প্রযুক্তি একাডেমি, ছিংতাও কিন্ডারগার্ডেন শিক্ষকদের কারিগরি স্কুলসহ মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা হয়।
গত কয়েক বছরে, চীনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, আধুনিক কারিগরি শিক্ষার মান উন্নয়নে আরও ২৮ কোটি ইউয়ান বরাদ্দ পায় ছিংতাও শহর। বরাদ্দকৃত অর্থ দিয়ে স্থানীয় অঞ্চলের কারিগরি স্কুলের বিভিন্ন কর্মদক্ষতা প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের ব্যয় বহন করা হয়। এভাবে বিভিন্ন কারিগরি স্কুলের শিক্ষার মান ও ব্যবস্থা উন্নত করা হয় এবং কারিগরি শিক্ষার আওতায় আরও ২৫ হাজার শিক্ষার্থীকে আনা সম্ভব হয়।
বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানি দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তাদের আরও বেশি ভুমিকা পালন এবং দক্ষ ব্যক্তি গড়ে তোলার স্বার্থে সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম চালু হয়েছে ছিংতাই শহরে। যেমন, কারিগরি খাতের কর্মীদের প্রশিক্ষণে ব্যাপকভাবে অংশগ্রহণ করে—এমন শিল্পপ্রতিষ্ঠানের কর কমিয়ে দেওয়া বা বাতিল করা হয়। এ পর্যন্ত প্রায় ৭ কোটি ইউয়ান কর রেয়াত পেয়েছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো, যা উত্সাহব্যঞ্জক।
এ পর্যন্ত ছিংতাও শহরে কারিগরি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫৬টিতে দাঁড়িয়েছে। আর এসব প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা দেড় লাখে পৌঁছেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের মোট উত্পাদন ৭০০ বিলিয়ন ইউয়ান।
বস্তুত, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে, বিভিন্ন শিল্প প্রযুক্তিগত সংস্কারের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তখন দক্ষ প্রযুক্তিবিদের অভাব দেখা দেয়। তাই, এমন সমস্যার সমাধানে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি উচ্চবিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বেশ জরুরি ও প্রয়োজনীয়। ২০২০ সালের অক্টোবর মাসে চিয়াওচৌ শহরের কারিগরি শিক্ষার কেন্দ্রীয় স্কুল এবং ছিংতাও হায়ার এসি লিমিটেড কোম্পানির যৌথ প্রয়াসে, একটি স্মার্ট প্রক্রিয়াকরণ শিল্পের একাডেমি গড়ে ওঠে। সেখানে চীনের মাধ্যমিক স্কুল পর্যায়ের কারিগরি শিক্ষা ও পেশাদার কর্মসংস্থান সৃষ্টির কথা বিবেচনায় রেখে, নতুন ধরনের দক্ষ প্রযুক্তিবিদ গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। ৩ বছরেরও বেশি সময়ের প্রচেষ্টায়, হায়ার গ্রুপের সাথে সংশ্লিষ্ট সহযোগিতা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।