বাংলা

চীনের ছিংতাও শহরে কারিগরি শিক্ষার উন্নয়নে নতুন পদ্ধতি

CMGPublished: 2024-07-08 15:42:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত কয়েক বছরে চীনে কারিগরি শিক্ষা অনেক উন্নত হয়েছে। চীনের বিভিন্ন শহরের মধ্যে ছিংতাও শহরে সবচেয়ে আগে কারিগরি শিক্ষার পরীক্ষামূলক উন্নয়ন কার্যক্রম শুরু হয়। শহরে মাধ্যমিক পর্যায়ের কারিগরি স্কুলের সংখ্যা ৫১টি এবং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৯০ হাজার। আর শহরে কারিগরি উচ্চবিদ্যালয়ের সংখ্যা ১১টি একং মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার।

২০১৯ সালে ছিংতাও শহরে শিল্প ও কারিগরি শিক্ষার সংমিশ্রণের পরীক্ষামূলক প্রকল্প চালু হয়। এ সুযোগ কাজে লাগিয়ে, শহরের শিল্প ও কারিগরি শিক্ষার মধ্যে গভীর সংমিশ্রণ বাস্তবায়িত হয়েছে। আর এর মাধ্যমে কারিগরি শিক্ষা এবং আঞ্চলিক আর্থিক ও সামাজিক উন্নয়নের নতুন পদ্ধতি গড়ে উঠেছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরবো।

পরীক্ষামূলক প্রকল্পের আওতায়, স্থানীয় সমাজ ও অর্থনীতির চাহিদা বিবেচনা করে, ছিংতাও শহরের জন্য বিশেষ প্রস্তাব পেশ করা হয়। এ প্রস্তাবে ধারাবাহিক সুবিধাজনক নীতি অন্তর্ভুক্ত করা হয়। যেমন, শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগে কারিগরি স্কুল নির্মাণব্যবস্থার সংস্কার, সরকারের উদ্যোগে কারিগরি স্কুল নির্মাণব্যবস্থার সংস্কার, কারিগরি স্কুলের নির্মাণকাজে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কর রেয়াত দেওয়া, ইত্যাদি।

সংশ্লিষ্ট কারিগরি শিল্পের উন্নয়ন ও শিক্ষাদানের সংমিশ্রণে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় পৌর সরকার। যেমন, হায়ার গ্রুপে শিক্ষার্থীদের কেন্দ্র করে, স্কুলের পড়াশোনা, প্র্রশিক্ষণ কোর্স, কর্মদক্ষতার স্বীকৃতি, এবং কর্মসংস্থানের সুযোগ প্রদানসহ দীর্ঘকালীন উন্নয়নের পদ্ধতি চালু হয়। ছিংতাও মিংইউয়ে সামুদ্রিক শৈবাল গ্রুপ লিমিডেট কোম্পানি এবং ছিংতাও কারিগরি প্রযুক্তি একাডেমি, চিনান বিশ্ববিদ্যালয় আর তংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করে, প্রায় ৫০ জন পেশাদার কারিগরি প্রশিক্ষককে আমন্ত্রণ জানায়। তাদের সাহায্যে ‘উচ্চশিক্ষার যোগ্যতা, কারিগরি দক্ষতার প্রশিক্ষণ, আর সামাজিক প্রশিক্ষণ’ শীর্ষক নতুন পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রচেষ্টা চালানো হয়।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn