বিদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে প্রবাসী চীনাদের প্রয়াস
বিদেশি শিক্ষার্থীদের চীনে পড়াশোনা করতে আসার প্রবণতা বাড়ার সাথে সাথে, বিদেশে কারিগরি শিক্ষার উন্নয়নও অব্যাহত রয়েছে। ২০২০ সালে ছুয়াংচৌ হাল্কা শিল্প কারিগরি একাডেমি, মালিয়েশিয়ার চিনচিয়াং কমিউনিটি ফেডারেশন এবং ছুয়ানচৌ শহরের ইন্টারনেট বাণিজ্য পরিষদের যৌথ উদ্যোগে, ‘মালিয়েশিয়ায় আন্তঃদেশীয় ইলেকট্রনিক ব্যবসার কারিগরি প্রশিক্ষণ’ চালু হয়, যা মালিয়েশিয়ার যুবক-যুবতীদের আকর্ষণ করে। কারণ, তারা ইলেকট্রনিক ব্যবসা করতে চায়। টিকটক দোকান পরিচালনা, ভিডিওতে অনলাইনে পণ্যদ্রব্য বিক্রি করার টিপসসহ বিভিন্ন বিষয় রয়েছে এ প্রশিক্ষণ কোর্সে এবং তা মালিয়েশিয়ার শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়।
তা ছাড়া, ছুয়ানচৌ হাল্কা শিল্প একাডেমি অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া ও জাপানে অবস্থানরত চিনচিয়াং কমিউনিটি ফেডারেশনের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে, এমন দেশে তাদের কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু করতে চেষ্টা করেছে।
২০২৩ সালের মার্চ মাসে ছুয়ানচৌ কারিগরি একাডেমি মালিয়েশিয়ার আরও ৪টি চীনা ভাষা শেখার স্কুলের সাথে ‘সামুদ্রিক রেশমপথ একাডেমি’র ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ ক্লাস চালু করে, যাতে স্থানীয় ২৫৫ জন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য ডিজাটাল প্রশিক্ষণ দেওয়া হয়।
কারিগরি শিক্ষা সহযোগিতার ভিত্তিতে নতুন ধরনের সহযোগিতাও সম্প্রসারিত হচ্ছে। জনাব হুয়াং বলেন, এখন আরও বেশি মালিয়েশিয়ান শিক্ষার্থী ছুয়ানচৌ হাল্কা শিল্প কারিগরি একাডেমিতে পড়াশোনা করছে; স্কুলে মালিয়েশিয়ার ঐতিহ্যিক ড্রামিং দল গঠিত হয়েছে। ছুয়ানচৌ একাডেমির এ ড্রামিং দলে মালিয়েশিয়া ও চীনা ছাত্রছাত্রী রয়েছে, যারা সবসময় চিনচিয়াংতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
এসব উদ্যোগের মাধ্যমে চীন ও মালিয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বেড়েছে এবং মানুষে-মানুষে যোগাযোগ ও আদান-প্রদান জোরদার হয়েছে। এটি এক ধরনের নতুন সাফল্য।