বাংলা

বিদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে প্রবাসী চীনাদের প্রয়াস

CMGPublished: 2024-05-13 15:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৩ সালের বসন্ত উত্সবের পর ছুয়ানচৌ প্রবাসী চীনা ফেডারেশনের সুপারিশে তিনি লিমিং কারিগরি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন। দু’পক্ষের যৌথ প্রয়াসে কম সময়ের মধ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছরের ৮ জুলাই লিমিং (মধ্য-এশিয়া) সামুদ্রিক রেশমপথ একাডেমি গড়ে তোলার কাজ শুরু হয় এবং লিমিং কারিগরি বিশ্ববিদ্যালয় কিরগিজস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন করে।

দু’দেশের বাস্তব সহযোগিতা জোরদারে বিভিন্ন খাতে উপযোগী দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া অতি গুরুত্বপূর্ণ কাজ, যা দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘকালীন উন্নয়ন আর দু’দেশের বাস্তব সহযোগিতায় প্রয়োজনীয় দক্ষ ব্যক্তির চাহিদা মেটাতে পারে। এমন উদ্যোগের মাধ্যমে আরও বেশি ধরনের কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু করা হবে, যা হবে স্থানীয় বাসিন্দাদের কর্মদক্ষতার উন্নয়নে সহায়ক।

জনাব লিন আরও বলেন, বর্তমানে লিমিং (মধ্য-এশিয়া) সামুদ্রিক রেশমপথ একাডেমিতে ‘সবুজ জ্বালানিসম্পদ গাড়ির মেরামত’, ‘আন্তঃদেশীয় ই-কমার্স’, ‘পোশাক ডিজাইন’ আর ‘পর্যটন চীনা ভাষা’-সহ বিভিন্ন ক্লাস চালু হযেছে। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ব্যক্তির চাহিদা মেটানো যাবে।

লিন আরও বলেন, স্থানীয় কর্মীরা আরও বেশি কর্মদক্ষতা অর্জন করায় তাদের মাসিক বেতনও দ্রুত বেড়েছে। তাই তাঁরা সহজে শিল্পপ্রতিষ্ঠান ছেড়ে অন্য কোথাও যেতে চান না। এ প্রবণতা দিন দিন বাড়ছে। বর্তমানে কিরগিজস্তানের কয়েক ডজন চীনা শিল্পপ্রতিষ্ঠান একাডেমির সাথে দক্ষ ব্যক্তিদের নির্দিষ্ট প্রশিক্ষণ কোর্স চালুর ক্ষেত্রে সহযোগিতা করছে। তাদের মধ্যে শ্রেষ্ঠ কর্মীরা স্নাতক হওয়ার পর ফুচিয়ান লিমিং কারিগরি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও পাবে।

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn