বাংলা

বিদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে প্রবাসী চীনাদের প্রয়াস

CMGPublished: 2024-05-13 15:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ সম্পর্কে তিনি বলেন, কাঠমিস্ত্রি প্লাস প্রক্রিয়াকরণ প্রযুক্তি, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল প্রযুক্তি, স্থাপত্য প্রকৌশল প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স বেশ দরকারি। যদি মালিয়েশিয়ার শিক্ষার্থীরা এসব প্রযুক্তি শিখতে পারে এবং চীনের সংশ্লিষ্ট উন্নত অভিজ্ঞতা অর্জন করে, তাহলে তাদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। এ চিন্তাভাবনায় জনাব কুয়াং তুং হাই ছুয়ানচৌ কারিগরি একাডেমির সাথে কয়েকবার আলোচনা করেন এবং তাঁর এ প্রস্তাব ছুয়ানচৌ কারিগরি একাডেমির বিদেশে শাখা স্কুল স্থাপনের পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। ফলে দু’পক্ষের যৌথ প্রয়াসে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

২০১৭ সালে ছুয়ানচৌ হাল্কা শিল্প কারিগরি একাডেমি এবং মালিয়েশিয়ার চিনচিয়াং কমিউনিটি ফেডারেশনের সাথে সহযোগিতা শুরু হয়। তারা মালিয়েশিয়ায় শিক্ষার্থীদের ভর্তি করা শুরু করে। জনাব হুয়াং মালিয়েশিয়ার বিভিন্ন প্রদেশ ও অঙ্গরাজ্যে গিয়ে স্থানীয় চীনা ভাষা স্কুল ও প্রবাসী কমিউনিটির সাথে দেখা করেন এবং শিক্ষার্থী ভর্তি নিয়ে কয়েকবার সেমিনার আয়োজন করেন।

চীনের কারিগরি শিক্ষা মালিয়েশিয়ার যুব সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা খাতে সহযোগিতাব্যবস্থা চালু করার পর, মোট ১০৭ জন মালিয়েশিয়ান শিক্ষার্থী চীনের কারিগরি একাডেমির শাখা স্কুলে পড়াশোনা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ স্নাতক হওয়ার পর মালিয়েশিয়ায় চীনা কোম্পানিতে চাকরি পেয়েছেন এবং কেউ কেউ ছুয়ানচৌ শহরের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন।

এ সম্পর্কে ছুয়ানচৌ হাল্কা শিল্প কারিগরি একাডেমির আন্তর্জাতিক বিভাগের প্রধান হ্য চেন পেং বলেন, বিদেশে প্রবাসী চীনাদের সহায়তায়, চীনের কারিগরি স্কুলের বিদেশে শাখা স্কুল স্থাপনে অনেক সুযোগ-সুবিধা দিয়েছে।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn