চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈশিষ্ট্যময় ভ্রমণ প্রসঙ্গ
তা ছাড়া, চীনের শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের মধ্য থেকে চমত্কার কর্মী নির্বাচন’ ব্যবস্থা চালু করেছে। যারা তৃণমূলের প্রতিষ্ঠানে চমত্কার কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের গ্রামে কাজ করার পরামর্শক শিক্ষক, তাদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। যারা চীনের মধ্য ও পশ্চিমাঞ্চল, অনুন্নত এলাকা আর শিল্প ঘাঁটির জেলার তৃণমূল প্রতিষ্ঠানে চাকরি করেছে, এমন স্নাতক শিক্ষার্থীদের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ বা পড়াশোনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে। যেমন, ইয়ুননান প্রদেশের জেলা ও উপজেলায় কর্মরত কর্মীদের জন্য প্রতি মাসে ৫০০ ইউয়ান ভর্তুকি দেওয়া হয়; উপকন্ঠ বা দূরবর্তী এলাকার জেলায় সরকারি অফিসের স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১৫০ থেকে ২৩২০ ইউয়ানের ভর্তুকি দেওয়া হয়। চীনের চিয়াংসু প্রদেশে স্নাতক শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফেরত দেওয়ার নীতিমালা চালু হয়েছে। যেমন, টানা ৩৬ মাস ধরে চিয়াংসু প্রদেশের উত্তরাঞ্চলের অনুন্নত এলাকায় কাজ করলে, বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের পড়াশোনার খরচ সব ফেরত দেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং অনুন্নত এলাকায় দক্ষ কর্মীর অভাবও অনেকটা মিটছে।