বাংলা

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈশিষ্ট্যময় ভ্রমণ প্রসঙ্গ

CMGPublished: 2024-05-06 14:55:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তৃণমূলের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে উত্সাহ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয় নিয়েই পড়াশোনা করুক না কেন, তাদের মূল উদ্দেশ্য পরিশ্রমের সাথে পড়াশোনা করা এবং স্নাতক হওয়ার পর একটি ভালো চাকরি খুঁজে পাওয়া এবং এভাবে দেশের উন্নয়নে নিজ নিজ অবদান রাখা। এ প্রেক্ষাপটে, স্নাতক শিক্ষার্থীদের তৃণমূলের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে উত্সাহ দেয় চীনের শিক্ষা মন্ত্রণালয়। যেমন, ‘গ্রামীণ ডাক্তার পরিকল্পনা’, ‘চীনের অনুন্নত এলাকায় সহায়তা ও পরিষেবা প্রকল্প’ ইত্যাদিতে যোগ দিতে উত্সাহ দেওয়া হয়। এমন উদ্যোগের মাধ্যমে স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায় এবং বিভিন্ন এলাকার মধ্যে ভারসাম্যমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

২০২৩ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাব পেশ করে এবং তৃণমূলের প্রতিষ্ঠানগুলোতে যোগ দেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার নীতিমালাও একসাথে চালু করে।

যেমন, ‘গ্রামীণ ডাক্তার পরিকল্পনায়’ চীনের বিভিন্ন প্রদেশের চিকিত্সা বিভাগের স্নাতক শিক্ষার্থীদের গ্রহণ করা হয়ে থাকে। যারা চিকিত্সক হিসেবে স্নাতক হয়েছেন, তাঁরা বিনা পরীক্ষায় বিভিন্ন গ্রামের হাসপাতাল বা চিকিত্সাকেন্দ্রের চাকরির জন্য আবেদন করতে পারেন। যদি দীর্ঘকাল ধরে গ্রামের হাসপাতালে কাজ করেন, তাহলে তাদের জন্য বিশেষ ভর্তুকিও দেওয়া হয়। বিভিন্ন পক্ষের যৌথ প্রয়াসে গ্রামীণ পুনরুজ্জীবন উদ্যোগের কাঠামোতে চীনের পশ্চিমাঞ্চলের গ্রামে মোট ৩৫ হাজারটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়।

তৃণমূলের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের দক্ষতা চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শিক্ষা মন্ত্রণালয় ও আঞ্চলিক সরকারের এই যৌথ উদ্যোগ এবং সংশ্লিষ্ট উত্সাহব্যঞ্জক নীতিমালা ইতিবাচক ভুমিকা রাখছে; শিক্ষার্থীদের কাজের আগ্রহও বাড়ছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn