বাংলা

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈশিষ্ট্যময় ভ্রমণ প্রসঙ্গ

CMGPublished: 2024-05-06 14:55:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত বছর থেকে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যটকদের জন্য পরিদর্শনের সুযোগ দেওয়া আবার শুরু করে। এমন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে পারছে। আজকের অনুষ্ঠানে আমরা চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যময় পরিদর্শন এলাকার তথ্য তুলে ধরবো। যদি আপনারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেতে আগ্রহী হন, তাহলে সুযোগ পেলেই আবেদন করতে পারেন।

চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে একটি পোকা জাদুঘর নির্মিত হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে যেটি আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য খোলা হয়েছে। জাদুঘরটি বিশেষ করে বেইজিংয়ের বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করেছে। জাদুঘরের গাইড চাং চি ইয়ু একবার ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী এবং তাদের পিতামাতার সামনে পোকাবিদ্যার তথ্য-উপাত্ত তুলে ধরার চেষ্টা করেন। অনেক পিতামাতা বাচ্চাদের নিয়ে এ জাদুঘর পরিদর্শনের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে অনেকে কয়েকবার চেষ্টার পর সফল হয়েছেন, পরিদর্শনের সুযোগ পেয়েছেন।

গাইড চাং চি ইয়ু একজন যুবকর্মী। গত বছর তিনি মাত্র চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে, পোকা নিয়ে টানা ৯ বছর ধরে গবেষণার কাজ করেছেন তিনি। একবার পর্যটকদের মধ্যে কয়েকজন ছোট বন্ধু পোকাবিদ্যার প্রতি অনেক আগ্রহ দেখায়। তাই তাঁরা আন্তরিকতা ও আনন্দের সাথে গাইড চাংয়ের কথা শোনে। পিতামাতারাও মনোযোগ দিয়ে গাইড চাংয়ের কথা শুনলেন। জাদুঘরের স্বেচ্ছাসেবকের কাছ থেকে জানা গেছে যে, ইউচ্যাটের মাধ্যমে চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের পোকা জাদুঘরের অ্যাকাউন্ট থেকে পরিদর্শনের সুযোগের জন্য আবেদন করা যায়। প্রতি সপ্তাহের শনিবার ও রোববার দু’দিন খোলা থাকে জাদুঘরটি। প্রতিদিন চার বার গাইডের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। দর্শকরা এক মাস আগে সংশ্লিষ্ট পরিদর্শনের সময় বুকিং করতে পারেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn