বাংলা

চীনের ছিংহাই প্রদেশে গ্রামাঞ্চলের বোর্ডিং স্কুলের গুণগতমান উন্নয়ন

CMGPublished: 2024-03-18 18:29:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে সিনিং শহরে ‘শ্রেষ্ঠ স্কুল প্লাস দুর্বল স্কুল’, ‘শ্রেষ্ঠ স্কুল প্লাস নতুন নির্মিত স্কুল’ এবং ‘শ্রেষ্ঠ স্কুল প্লাস উপকণ্ঠ স্কুল’ পদ্ধতিতে মোট ১২টি শিক্ষা গ্রুপ গঠন করেছে, এ কাঠামোতে শহরাঞ্চলের ২৭টি শ্রেষ্ঠ মাধ্যমিক ও প্রাথমিক স্কুল ১৬টি জেলার স্কুল আর একটি জেলার মাধ্যমিক স্কুলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে, তাতে মোট ৬৯ হাজার জনেরও বেশি শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

সিনিং শহরের এ নতুন অনুসন্ধান কার্যকর ফলাফল অর্জন করেছে, সেটি কেবল ছিংহাই প্রদেশের শিক্ষাদান উন্নয়নের একটি উদাহরণ। ২০১৬ সাল থেকে ছিংহাই প্রদেশে জেলা ও শহরের বাধ্যতামূলক শিক্ষার একীকরণ সংস্কার উন্নয়ন প্রস্তাব, নতুন যুগে শিক্ষক দলের উন্নয়ন ও সংস্কার, গ্রামাঞ্চলের শিক্ষা সম্পদের ভারসাম্যপূর্ণ উন্নয়ন ও পর্যালোচনার ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের বোর্ডিং স্কুল নির্মাণসহ বিভিন্ন নীতি চালু হয়েছে।

২০১২ সাল থেকে এ পর্যন্ত ছিংহাই প্রদেশে নতুন নির্মিত ও নতুন মেরামত বাধ্যতামূলক শিক্ষার স্কুলের সংখ্যা ৩৮৩০টি। সুপার বড় ক্লাসরুম, বিপজ্জনক শিক্ষাভবনসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করা হয়েছে, এভাবে বিভিন্ন স্কুলের মধ্যে ব্যবধান এবং গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের স্কুলের পার্থক্য ব্যাপক কমে গেছে।

হাইতং শহরের লেতু এলাকার তংলিন স্কুলে পাঠ্যপস্তুক তৈরি, ছাত্রছাত্রীদের কমিউনিটি দল, ড্রোন ও রবার্টসহ বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির সাথে জড়িত অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হয়। ইয়ুশু অঙ্গরাজ্যের হংছি স্কুলে বই পড়ার কার্যক্রমে ছাত্রছাত্রীদের বড় হওয়ার পথে আরো বেশি জ্ঞান অর্জনের সম্ভাবনা প্রদান করে এবং ইয়ুশু অঙ্গরাজ্যের দ্বিতীয় নম্বর জাতীয় স্কুলে ক্রীড়া ও শিল্পকলার চর্চায় বেশ দক্ষ, টানা কয়েক বছর ধরে যুব ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ দিয়েছে। ছিংহাই প্রদেশের বিভিন্ন স্কুলে প্রাণবন্ত পরিবর্তন দেখা যায়। এ সম্পর্কে ছিংহাই প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক লি হাই শেং বলেন, বাধ্যতামূলক শিক্ষা চীনের শিক্ষাদান কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সরকার সংশ্লিষ্ট কাজে আর্থিক সহায়তা ও সমর্থন দিতে হয়। বাধ্যতামূলক শিক্ষার ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে আরো সমান ও গুণগতমান শিক্ষাদানের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা জরুরি। এভাবে শহর ও গ্রামাঞ্চলের একীকরণ উন্নয়ন বাস্তবায়ন করা যায়, গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের শিক্ষার ব্যবধান কমিয়ে দেওয়া যায়, প্রতিটি স্কুল ভালো করে নির্মাণ করা এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে শ্রেষ্ঠ শিক্ষা দেওয়ার মাধ্যমে ছিংহাই প্রদেশের বাধ্যতামূলক শিক্ষার মান উন্নত করা সম্ভব। যা স্থানীয় বাসিন্দাদের অভিন্ন আশাবাদ, যেটি স্থানীয় সরকারের অদম্য দায়িত্ব।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn