বাংলা

চীনের ছিংহাই প্রদেশে গ্রামাঞ্চলের বোর্ডিং স্কুলের গুণগতমান উন্নয়ন

CMGPublished: 2024-03-18 18:29:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৩ সালে চীনের ছিংহাই প্রদেশে বাধ্যতামূলক শিক্ষার কর্মসম্মেলন আয়োজিত হয়েছে। তাতে জেলা ও গ্রামাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সমন্বয় করা, স্কুলের শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্কুলের প্রশাসনিক ব্যবস্থার উন্নত করা এবং শ্রেষ্ঠ শিক্ষকদের সুশৃঙ্খলভাবে বিনিময়, শিক্ষা সম্পদের কার্যকর বিনিময় এবং জেলা ও শহরের মধ্যে শিক্ষার ব্যবধান কমিয়ে দেওয়াসহ বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

ছিংহাই প্রদেশের হুয়াং ইউয়ান জেলার তাহুয়া উপজেলার মাধ্যমিক স্কুল সিনিং শহরের সপ্তম মাধ্যমিক স্কুলের শিক্ষা গ্রুপে যোগ দেওয়ার পর বিস্ময়কর পরিবর্তন ঘটেছে। ২০২৩ সালের মার্চ মাসে সিনিং সপ্তম মাধ্যমিক স্কুলের শিক্ষা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ছাই চাও তং তাহুয়া উপজেলার কেন্দ্রীয় স্কুলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি উন্নত শিক্ষা চেতনায় স্কুলের প্রশাসনিক দলের সাথে সহযোগিতা করেছে এবং স্কুলের উন্নয়নে সঠিক ও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

যেমন বহুমুখী মিডিয়া ক্লাসরুমের শিক্ষা সরঞ্জাম নবায়ন করা এবং মানসিক পরামর্শ ক্লাসরুম স্থাপন করা, শিক্ষার সম্পদ ও শিক্ষক দল উন্নত করা ইত্যাদি। শুধু তাহুয়া কেন্দ্রীয় স্কুলই নয়, হুয়াং ইউয়ান জেলার শেনচং উপজেলার কেন্দ্রীয় স্কুলও সিনিং শহরের দ্বিতীয় নম্বর মাধ্যমিক স্কুলের শিক্ষা গ্রুপে যোগ দিয়েছে এবং গত কয়েক বছর ধরে এ স্কুলের শিক্ষার মানও ব্যাপক উন্নত হয়েছে।

২০১৬ সালে সিনিং শহরে বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাঠামোতে শহরের শিক্ষা গ্রুপ জেলা ও গ্রামাঞ্চলের স্কুলের শিক্ষা মান উন্নয়নে পরামর্শ ও সহায়তা দিতে পারে। এভাবে শহরের শ্রেষ্ঠ শিক্ষা সম্পদ জেলা ও উপজেলায় স্থানান্তর করা সম্ভব, শিক্ষা গ্রুপের মাধ্যমে অনুন্নত এলাকার বিভিন্ন স্কুলে শিক্ষার মান, শিক্ষকদের কর্মদক্ষতা আর ছাত্রছাত্রীদের পড়াশোনার ফলাফলের ভারসাম্যপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করেছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn