বাংলা

চীনের ছিংহাই প্রদেশে গ্রামাঞ্চলের বোর্ডিং স্কুলের গুণগতমান উন্নয়ন

CMGPublished: 2024-03-18 18:29:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তা ছাড়া, ছিংহাই প্রদেশে স্কুল থেকে পড়াশোনা বঞ্চিত ছাত্রছাত্রীদের সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। বিভিন্ন জেলা ও গ্রামের বাচ্চারা যদি বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের বয়স পার হয়, তখন তাদের কাছে উপযোগী স্কুলে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বাবা মা চাকরির জন্য অন্য শহরে গেছেন, তাদের গ্রামে থাকা বাচ্চাদের পড়াশোনার ব্যাপার নিশ্চিত করা স্থানীয় সরকারের মনোযোগী কাজ। এমন বাচ্চাদের জন্য সংশ্লিস্ট ফাইল তৈরি করা হয়, যাতে তাদের পড়াশোনার তথ্য সবসময় জানা যায়।

উদাহরণ হিসাবে বলি যে, ছিংহাই প্রদেশের চিশিশান এলাকায় রিক্টার স্কেলে ৬.২ ডিগ্রির ভূমিকম্প ঘটে। চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে ভূমিকম্পকবলিত এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা আবার পড়াশোনা শুরু করেছে। কারণ স্থানীয় সরকারি বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানের সহায়তায় ভুমিকম্প এলাকার বাচ্চাদের জন্য একদিনের মধ্যে অস্থায়ী স্কুল নির্মাণ করা হয়। তারা মোটা কাপড়চোপড় পরে উষ্ণ ক্লাসরুমে পড়াশোনা করতে পারে। পয়লা মার্চ নতুন সেমিস্টার শুরু হয়েছে,তখন ভূমিকম্প এলাকার বিধ্বস্ত সব স্কুল নতুন করে নির্মিত হয়েছে। ছাত্রছাত্রীরা নতুন স্কুলে বসে মনোযোগ দিয়ে ক্লাস করে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn