বাংলা

চীনের রেলপথে ট্রেন মেরামতকারী যুব প্রকৌশলীদের গল্প

CMGPublished: 2024-03-04 16:00:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হিটিং ব্যবস্থাপনা ট্রেনের পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ, একটি ট্রেনের মধ্যে কমপক্ষে ৩০টি ডিভাইস স্থাপন করা হয়। প্রত্যেক বগিতে আইসি ডিভাইসের পরীক্ষা ও পরিষ্কার কাজ করতে হয়। বিভিন্ন সংযুক্তির স্থাপনা ও লাইন সুসংবদ্ধ করতে হয় এবং বিদ্যুত্ লাইনের চালু নিশ্চিত করতে হয়।

এ কাজে যোগ দেওয়ার পর ছেলে ইয়াং হাও ইউয়ান অনেক অজানা তথ্য খুঁজে পেয়েছেন। তাই কাজের কর্মদক্ষতার উন্নয়নে তিনি বিদ্যুত্ প্রকৌশলী নিয়ে অনেক বই কিনেছেন এবং প্রতিদিন সংশ্লিষ্ট জ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। কাজের সময় তিনি সিনিয়র কর্মীদের মেরামত পদ্ধতি ও পদক্ষেপ পর্যবেক্ষণ করেন, বিভিন্ন সমস্যা মেরামতের টিপস শেখার চেষ্টা করেন, প্রতিদিন ব্যস্ত মেরামত কাজ শেষ করার পর রাতের সময়ও বিভিন্ন পেশাদার প্রযুক্তিগত শব্দ নিয়ে গবেষণা করেন। দিন রাত ধরে পরিশ্রমী পড়াশোনার পর তিনি বিদ্যুত্ যন্ত্রাংশ ও মাপের সরঞ্জাম প্রয়োগসহ বিভিন্ন জ্ঞান শিখতে সক্ষম হন এবং ট্রেনের হিটিং ডিভাইস মেরামতের দক্ষতাও লাভ করেন।

আসলে ট্রেনের হিটিং ডিভাইস মেরামত কাজ অনেক কষ্টের ব্যাপার, হিটিং ডিভাইস ট্রেনের নিচে স্থাপন করা হয়। প্রতি বগিতে ২৫ সেটের ডিভাইসের ৫৪টি হিটিং বৈদ্যুতিক রেডিয়েটার রয়েছে। তাই প্রতিদিন শতাধিকবারের মতো নামতে হয় ও শুতে হয় এসব মেরামতের জন্য। তবে মনোযোগ ও পরিশ্রমের কারণে ছেলে ইয়াং চমত্কার মেরামতের দক্ষতা অর্জন করেন। তিনি বসন্ত উত্সব চলাকালে যাত্রীদের যাতায়াত নিশ্চিত করায় ভূমিকা রেখেছেন। তাঁর দৃষ্টিতে এটি একজন ট্রেন রক্ষকের দায়িত্ব ও কর্তব্য।

চীনা মেডিকেল শিক্ষার্থী টিসিএমে প্রাণ বাঁচালো অসুস্থ নারীর

সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সবার নজর কেড়েছে। চীনা মেডিসিন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাবওয়েতে অজ্ঞান হয়ে যাওয়া এক নারীর জ্ঞান ফিরিয়ে আনেন। এ ভিডিও পোস্ট করার পর ভাইরাল হয়। চীনা সংবাদদাতা ওই শিক্ষার্থীকে খুঁজে বের করেন এবং তার সাক্ষাৎকার নেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn