বাংলা

চীনের রেলপথে ট্রেন মেরামতকারী যুব প্রকৌশলীদের গল্প

CMGPublished: 2024-03-04 16:00:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন প্রদেশে অনেক রেলপথ তৈরি করা হয়েছে, এর সাথে দ্রুত গতির ট্রেনও চালু হয়েছে, রেলপথের যাতায়াত দিন দিন সুবিধাজনক হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে চীনারা দেশের অভ্যন্তরে যাত্রায় বিমানের তুলনায় ট্রেনে করে যাতায়াত অনেক পছন্দ করেন। কারণ, ট্রেনের যাতায়াতে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কম এবং সময়সূচি আরো সুনিপুন। আজকের অনুষ্ঠানে আমরা ট্রেন মেরামতকারী যুব প্রকৌলীদের গল্প তুলে ধরবো, বসন্ত উত্সবের ছুটিতে তারা কোটি কোটি চীনা যাত্রীর সফল যাত্রায় নিশ্চিতে ব্যাপক অবদান রেখেছেন।

বসন্ত উত্সব চলাকালে চীনের অনেক এলাকায় তুষার পড়েছে। আনহুই প্রদেশের হ্যফেই শহরেও সাদা দুনিয়ায় পরিণত হয়েছে, আবহাওয়া তুষারের কারণে আরো ঠাণ্ডা হয়ে গেছে। তবে, প্রচন্ড বাতাসের মধ্যে ট্রেন মেরামতকারী যুব প্রকৌশলীরা ব্যস্ততার মধ্যে কাজ করছেন এবং ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা ও মেরামত করছেন।

যুব প্রকৌশলীরা ট্রেনের মাথা, মাঝখানে ও পিছনে তিনটি অংশ ভাগ করে সংশ্লিষ্ট মেরামত ও পরীক্ষা কাজ করেন, প্রত্যেক দলে ২ জন থাকেন এবং মেয়ে জু লিন তাদের মধ্যে একজন, যিনি ভারি ব্যাটারি টেনে নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা করেন, প্রতি মাসে ট্রেনের ব্যাটারি চেক করতে হয় এবং প্রতিটি ব্যাটারির ওজন ১০০ কেজিরও বেশি। এটি সম্পূর্ণ পরিষ্কার ও যথাযথ পরীক্ষা করতে হয়।

একজন মেয়ের জন্য ১০০ কেজি বেশ ভারি, তবে মেয়ে জু লিন মনোযোগ দিয়ে পরীক্ষার কাজ করেন। ব্যাটারির লাইনসহ বিভিন্ন ক্ষুদ্রাংশের বিস্তারিত পরীক্ষা করা প্রয়োজন। হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় স্পর্শ ও নক করেন তিনি এবং জটিল লাইনের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ক্যাবিনেটসহ কোনো সমস্যা খুঁজে পেলে তিনি তা মেরামত করতে পারেন। এ সম্পর্কে প্রকৌশলী মেয়ে জু বলেন, ট্রেনের ব্যাটারির সাসপেনশন বোল্ট কোনো ঢিলেঢালা বা ক্ষতিকর থাকলে হবে না, নাহলে ট্রেন চলাচলে দুর্ঘটনা ঘটবে, তাই ট্রেনের নিরাপদ যাতায়াতে নিশ্চিত করতে হয়।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn