বাংলা

চীনা যুবক-যুবতীদের মধ্যে বিভিন্ন ধরনের নাইট ক্লাস জনপ্রিয় হয়ে ওঠার কারণ

CMGPublished: 2024-01-29 16:30:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আরেকটি কারণ, সেলাই ক্লাসের পাশে গিটার বাজানোর ক্লাস রয়েছে, একই ক্লাসরুমে কেউ কেউ সেলাই কাজ শিখছে এবং কেউ কেউ গিটার বাজিয়ে গান গায়। এমন আরামদায়ক পরিবেশ বেশ আকর্ষণীয়। গিটার ক্লাসের পর আরেকটি কম্পিউটার কোর্স আছে। প্রতি মঙ্গলবার থেকে রোববার রাত পর্যন্ত এ ক্লাসরুমে ৩টি ভিন্ন ধরনের ক্লাস একসাথে চলে। যেমন, চা শিল্প, ফুলের বিন্যাস শিল্প, ও ইয়োগা, ইত্যাদি, যা চীনা যুবক-যুবতীদের আকর্ষণ করে।

যদিও ক্লাসরুমের পরিবেশ বেশ উন্নত নয়, তবে ক্লাসের খরচ কম, সেই জন্যে শিক্ষার্থীদের জন্য এটিও গ্রহণযোগ্য। এ সম্পর্কে শিক্ষক লিউ বলেন, সেলাই ক্লাস শেষের পর শুধু টেবিলগুলো অন্যত্র সরিয়ে রেখে, ইয়োগার মাদুর বিছিয়ে দেওয়া হয়। এটা সহজ। একই ক্লাসরুমে বিভিন্ন ধরনের ক্নাস আয়োজন করা সুবিধাজনকও বটে। প্রতি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা বেশি না, তাই শিক্ষকের সাথে আরও বেশি সময় কথাবার্তা বা মত বিনিময় করতে পারেন শিক্ষার্থীরা। ইয়োগা ক্লাসের শিক্ষার্থীদের জন্য সেটি বেশ ভালো একটি অভিজ্ঞতা। অনেক শিক্ষার্থী এ ছোট ক্লাসে নতুন ইয়োগার সঠিক ভঙ্গি শিখতে পেরেছেন।

নাইট ক্লাসের জনপ্রিয়তার সাথে সাধারণত ‘দক্ষতা বা কর্মক্ষমতার’ কোনো সম্পর্ক নেই। যেমন, এ স্কুল চালু করার সময় ক্লাস শিক্ষক লিউ আরো বেশি শিক্ষার্থী নিতে চেয়েছেন। তাঁর দৃষ্টিতে এমন ক্লাস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে। তবে, বাস্তবতা থেকে বোঝা যায়, সেলাই ক্লাস আরও বেশি আকর্ষণীয়। সেটি অনেক শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

এ উদাহারণ থেকে বোঝা যায়, সেলাই ক্লাস শিক্ষার্থীদের জন্য বেশ আরামদায়ক এবং এমন বিষয় স্নাতকপত্রের পদোন্নতি ও চাকরি নেওয়ার জন্য কম ভুমিকা পালন করে থাকে। তাই, অফিস থেকে বের হওয়ার পর এমন ক্লাসে যোগ দেওয়া চীনা যুবক-যুবতীদের জন্য মানসিক চাপ কমিয়ে দেওয়ার কার্যকর পদ্ধতি। যদি চীনাদের ওয়েবসাইট থেকে নাইট স্কুলের তথ্য সম্পর্কে খোঁজ-খবর নেন, তাহলে দেখতে পাবেন ক্লাসের ধরণ প্রচুর। যেমন, শাংহাই মহানগরে শহরবাসীদের জন্য ৩০০টিরও বেশি নাইট ক্লাস চালু আছে। এর মধ্যে রয়েছে কেক বেকিং, ব্যালে নৃত্য, পিংতান নামের ঐতিহ্যিক অপেরা এবং বেইজিংয়ের নাইট স্কুলে কন্ঠ সংগীত, কাঠমিস্ত্রি, হেয়ারপিন ফুল বানানোসহ বিভিন্ন বিষয় রয়েছে। আরকটি মজার ক্লাসের নাম ‘বেইজিং রোস্ট হাঁস রান্না’। ৩০ বছর আগে চীনের বিভিন্ন এলাকার ‘নাইট ক্লাস’ ছিল একরকম। এখনকার নাইট ক্লাস সবার শখের চাহিদা মেটানোর প্রশিক্ষণ কোর্সে পরিণত হয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn