বাংলা

চীনা যুবক-যুবতীদের মধ্যে বিভিন্ন ধরনের নাইট ক্লাস জনপ্রিয় হয়ে ওঠার কারণ

CMGPublished: 2024-01-29 16:30:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বস্তুত, ২০২৩ সালে রাতের সময় বিভিন্ন ধরনের ছোট আকারের ক্লাস চালু হয়েছে। অতীতে ‘নাইট স্কুল’ নতুন করে চীনা যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সেলাই ক্লাসের শিক্ষক লিউ কুও চিয়ের বয়স ৪০ বছরের কাছাকাছি। প্রশিক্ষকের পেশায় তিনি ব্যস্ত। তবে, শাংহাই মহানগরে তাঁর একটি ব্যাগের কোম্পানিও রয়েছে। তাঁর দৃষ্টিতে প্রায় ৩০ বছর আগে ‘নাইট স্কুল’ চীনাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। কারণ, সেই সময় উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেককে শুধু নাইট স্কুলে ভর্তি হতে হতো। তবে, চীনের উচ্চশিক্ষা খাতের দ্রুত উন্নয়নের ফলে, বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়া নতুন প্রজন্মের শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। তখন থেকে ‘নাইট স্কুল’ প্রায় বিলীন হতে শুরু করে। তবে, ২০২৩ সালে এ পুরাতন ‘নাইট স্কুল’ আবার চীনা যুবক-যুবতীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। যেমন, শূন্য থেকে চামড়াজাত পণ্য তৈরির ক্লাস ও কেক তৈরির ক্লাসে ভর্তির সুযোগ অনলাইনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুকিং শেষ হয়। শিক্ষক লিউ এ ক্লাস চালুর আগে বিভিন্ন ধরনের পেশাদার প্রশিক্ষণ কাজ করেন। ধীরে ধীরে তিনি খেয়াল করেন যে, অনেক যুবক-যুবতী রাতের সময় ক্লাস আছে কি না, জানতে চান। সে কারণেই তিনি সেলাই ক্লাস খোলার সিদ্ধান্ত নেন।

তবে কেন চীনা যুবক-যুবতীরা ‘নাইট স্কুল’-এ যেতে আগ্রহী? এর সঠিক উত্তর বুঝতে পারেন না তিনি। অক্টোবর মাসে তাদের সেলাই ক্লাস খোলার পর পেশাদার প্রশিক্ষণকে ভিত্তি করে সংশ্লিষ্ট ক্লাসের বিষয় আরও মজাদার ও আকর্ষণীয় করার চেষ্টা করেন শিক্ষকরা। সেলাই ক্লাস চালুর ২ মাস পর অনেক শিক্ষার্থীর সাথে পরিচয় হয়েছে শিক্ষক লিউর। ‘নাইট স্কুল’ জনপ্রিয় হবার কিছু কারণ তিনি খুঁজে পেয়েছেন। যেমন, অন্যান্য প্রশিক্ষণ ক্লাসের তুলনায় ‘নাইট ক্লাসের’ খরচ কম, ৫০০ ইউয়ান দিয়ে ১২টি ক্লাসে অংশ নিতে পারে শিক্ষার্থীরা।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn