চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের গল্প
শীতকালের একদিন তিনি ক্লাসের একজন ছাত্রের পায়ে স্যান্ডেল দেখে অবাক হন। তাঁর দৃষ্টিতে এমন ঠাণ্ডা আবহাওয়ায় একটি বাচ্চার পায়ে শুধু স্যান্ডেল থাকাটা অবিশ্বাস্য ব্যাপার। পরে তিনি বিভিন্ন দাতব্য কার্যক্রমের মাধ্যমে, বাচ্চাদের জন্য ঠাণ্ডা শীতকাল কাটানোর মতো মোটা কাপড়চোপড় ও জুতা সংগ্রহ করেন। তখন তাঁর মনে কিছু পরিবর্তন ঘটে। তাঁর মনে প্রশ্ন জাগে: গ্রামাঞ্চলের বাচ্চাদের জন্য আর কী কী করা যেতে পারে?
তখন থেকেই গ্রাম ত্যাগ করার আগ্রহ তাঁর ধীরে ধীরে কমে আসতে থাকে। অবশেষে তিনি গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। একদিন ক্লাসের পর তিনি নিজের রুমে বসে গিটার বাজাচ্ছিলেন। একসময় তিনি খেয়াল করেন যে, অনেক ছাত্রছাত্রী তাঁর দরজার বাইরে দাঁড়িয়ে তাঁর বাজনা শুনছে। তাদের চোখেমুখে ছিল সংগীতের প্রতি ভালোবাসা। তখন থেকে গ্রামীণ বাচ্চাদের জন্য সংগীত দল গঠনের একটি ধারণা তাঁর মনে উন্মোচিত হয়। তিনি নিজের বন্ধু ও আশেপাশের স্কুল থেকে কয়েক ধরনের বাদ্যযন্ত্র সংগ্রহ করেন এবং বাচ্চাদের নিয়মিত সংগীতের তালিম দিতে শুরু করেন। এ সম্পর্কে তিনি বলেন, “কম বয়সে বন্ধুদের সাথে নিয়ে সংগীতের দল গঠন করা আমার ব্যক্তিগত স্বপ্ন ছিল। এখন গ্রামীণ বাচ্চাদের নিয়ে নতুন সংগীত দল গঠন করা আমার দায়িত্ব।”
২০১৮ সালে তিনি প্রথম সংগীত ব্যান্ড গঠন করেন। এখন হাইকা প্রাথমিক স্কুলে মোট ৬টি ব্যান্ড রয়েছে। ২০২০ সালে শিক্ষক কু’র সংগীত ব্যান্ডের রিহার্সাল ভিডিও ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। চীনের কয়েকটি জনপ্রিয় সংগীত ব্যান্ডও হাইকা গ্রামে এসে স্কুলের বাচ্চাদের জন্য কনসার্ট আয়োজন করে।
মিডিয়ার মনোযোগ পাওয়ার পর শিক্ষক কু’র নেতৃত্বে হাইকা গ্রামের বাচ্চাদের সংগীত ব্যান্ড অন্য প্রদেশে প্রদর্শনীর সুযোগ পায়। বাচ্চারা পাহাড়াঞ্চলের বাইরের বিশ্ব দেখার পর অনেক আশাবাদী হয়ে ওঠে। এমন আত্মবিশ্বাস তাদের চরিত্র গঠনে ইতিবাচক ভুমিকা পালন করে। গ্রামীণ বাচ্চারা সংগীতের মাধ্যমে নিজেদের প্রিয় শখ খুঁজে পায় এবং অনেক অপরিচিত লোকের উত্সাহে সামনে এগিয়ে যেতে থাকে। অনেক বাচ্চা বড় শহরে যাওয়ার পর নিজের পড়াশোনায় আরও বেশি প্রচেষ্টা চালায়। কারণ, তাদের মনে সুন্দর জীবন কাটানোর স্বপ্ন আছে।