বাংলা

চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের গল্প

CMGPublished: 2023-09-25 16:00:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত সপ্তাহের অনুষ্ঠানে ২০২৩ সালে সারা চীনজুড়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের গল্প শেয়ার করেছি। আজকের অনুষ্ঠানে আরও কয়েকজন শিক্ষকের গল্প তুলে ধরবো। তাঁদের গল্প আমাদের বেশ মুগ্ধ করে। চলুন, একসাথে তাদের গল্প শুনি।

শিক্ষক কু ইয়া-র গল্প

২০১৪ সালে কুইচৌ প্রদেশের বিশেষ শিক্ষক পরিকল্পনার পরীক্ষায় পাস করে, সেপ্টেম্বর মাসে স্থানীয় লিউপানশুই শহরের চংশান এলাকার তাওয়ান জেলার হাইকা গ্রামের একজন গ্রামীণ শিক্ষক হিসেবে যোগ দেন কু ইয়া। এ গ্রাম কুইচৌ প্রদেশের এমন একটি গ্রাম যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত। দরিদ্র এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০০ মিটার উঁচুতে অবস্থিত। ২৭ বছর বয়সের কু ইয়া, যিনি ছিলেন রক ব্যান্ডের গিটারবাদক, তিনি পরিণত হলেন গ্রামীণ শিক্ষকে। যখন গ্রামের এ স্কুলে যোগ দেন, তখন তাঁর কাছে গ্রামীণ জীবনযাপন ও শিক্ষকতার কাজ ছিল পুরোপুরি অপরিচিত। তিনি ভেবেছিলেন, এখানে ৩ বছরের নির্ধারিত মেয়াদ শেষ করে তিনি অন্য জায়গায় চলে যাবেন। তবে, ধীরে ধীরে গ্রামীণ শিক্ষক হিসেবে অভিজ্ঞতা তাঁর চিন্তাভাবনায় পরিবর্তন নিয়ে আসে।

ছোটবেলায় কু ইয়া রক গায়ক হতে চেয়েছিলেন। তাই, বিশ্ববিদ্যালয়ে তাঁর মেজর ছিল সংগীত। স্নাতক হওয়ার পর তিনি প্রিয় সংগীত মহলে কাজ করার চেষ্টা করেন। তবে, বাস্তব জীবন এবং কল্পনার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। সংগীতে তাঁর স্বপ্নের বাস্তবায়নে তিনি অনেক অস্থায়ী চাকরি করেছেন। ভূগর্ভস্থ টানেল ও পাবে তিনি গান গেয়েছেন। তাঁর বাবা-মা এ খবর শুনে অনেক দুঃখ পান। পিতামাতার চিন্তা দূর করতে তিনি শিক্ষকের চাকরি বেছে নেন।

চরম দরিদ্র ও দূরবর্তী পাহাড়াঞ্চলের গ্রামের স্কুলের জীবন এবং বড় শহরের জীবনের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। শুরুর দিকে একাকী লাগতো শিক্ষক কু-র। বিশেষ করে শীতকালে বেশ ঠাণ্ডা লাগে কুইচৌতে। তাই, গ্রামীণ শিক্ষকের কাজ তাঁর জন্য শুরুর দিকে আনন্দের ব্যাপার ছিল না।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn