চীনের শিক্ষক দিবস ও শ্রেষ্ঠ শিক্ষকদের গল্প
শিক্ষক সিয়া কর্মজীবনে পঞ্চম বছরের এসে বড় একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। তখন তাকে, সাত নম্বর উচ্চবিদ্যালয়ের অনলাইন ক্লাসের শিক্ষক হিসেবে, দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস চালু করতে হয়। তাঁর ক্লাসে অংশ নেয় চীনের ১০টি প্রদেশের ৩০টি এলাকার ৩১৯টি স্কুলের প্রায় এক লাখ ছাত্রছাত্রী। তাঁরা সবসময় একসাথে অনলাইনে শিক্ষক সিয়া’র ক্লাস শোনে। শুরুর দিকে শিক্ষক সিয়া শুধু পাঠ্যপুস্তকের বিষয় সম্পর্কে ভালো প্রস্তুতি নিয়ে ক্লাসে যোগ দিতেন। তবে, ধীরে ধীরে তিনি খেয়াল করেন যে, কেবল শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর মাধ্যমে শিক্ষাদানকে কার্যকর করা সম্ভব।
শিক্ষক সিয়ার অনলাইন ক্লাস টানা ৯ বছর ধরে চালু থাকে। তিনি চীনের বিভিন্ন প্রদেশের মোট ৪০ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর জন্য অনলাইন ক্লাস নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে পিকিং বিশ্ববিদ্যালয় ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
শিক্ষক হিসেবে বিগত ১৫ বছরে তিনি অনেক পুরস্কার লাভ করেছেন। এবার ২০২৩ সালের শ্রেষ্ঠ ও সেরা শিক্ষকের নামতালিকায় তাঁর নাম উঠেছে, যা তাঁর জন্য বড় মর্যাদা ও উত্সাহের ব্যাপার। তিনি মনে করেন, এতে তাঁর কাঁধে দায়িত্বের বোঝা আরো একটু বেড়েছে। ভবিষ্যতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে আরও বেশি প্রচেষ্টা চালাবেন বলেও জানালেন।
চীনের আনহুই প্রদেশের লিউআন শহরের হুওছিউ জেলার হুহু উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষক তুং ইয়ান টানা ১৮ বছর ধরে গ্রামাঞ্চলে শিক্ষকতার কাজ করেন। তিনি বাচ্চাদের কবিতা রচনায় সহায়তা দেন, তাঁর প্রশিক্ষণে ৩০ জনেরও বেশি ছাত্রছাত্রীর কবিতা ও প্রবন্ধ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
২০০৬ সালে তুং ইয়ান গ্রামাঞ্চলের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। শিক্ষকতার কাজ সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল না। কিভাবে একজন সেরা শিক্ষক হওয়া যায়? এটা ছিল তাঁর মনের প্রশ্ন। এর উত্তর খুঁজতে তিনি অনেক বই পড়েন। ধীরে ধীরে তিনি উত্তর খুঁজে পান এবং শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য তিনি প্রতিদিন হোস্টেলে ক্লাসরুমের অবস্থা সিমুলেশন করেন এবং মাত্র এক বছর পর তিনি জেলা পর্যায়ের প্রাথমিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার লাভ করেন। এ পুরস্কার বিজয়ীদের মধ্যে তাঁর বয়স সবচেয়ে কম।