বাংলা

চীনের শিক্ষক দিবস ও শ্রেষ্ঠ শিক্ষকদের গল্প

CMGPublished: 2023-09-18 17:00:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ১০ সেপ্টেম্বর ছিল চীনের ৩৯তম শিক্ষক দিবস। এ বিশেষ দিনে ২০২৩ সালের জন্য নির্বাচিত চীনের শ্রেষ্ঠ শিক্ষকদের গল্প প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের মধ্যে চীনের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা, ও প্রতিবন্ধী শিক্ষার শিক্ষকসহ বিভিন্ন মহলের শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন। তাঁদের লক্ষ্য এক: শ্রেষ্ঠ ও দক্ষ নাগরিক গড়ে তোলা।

অবশ্যই এ ১০ জন সেরা শিক্ষক চীনের লক্ষ লক্ষ শিক্ষকের তুলনায় অনেক কম। বস্তুত, দেশের বিভিন্ন এলাকা ও স্কুলে প্রচুর ভালো শিক্ষক রয়েছেন। কিন্তু তাদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে ১০ জন শিক্ষককে। শিক্ষক একজন মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকেন। স্কুলের শিক্ষা, পারিবারিক শিক্ষা, ও সামাজিক শিক্ষার প্রভাবে আজকের শিশু দেশের ভবিষ্যত হিসেবে গড়ে উঠতে পারে। আজকের আসরে চীনের বিভিন্ন এলাকার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের গল্প শেয়ার করবো।

চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের সাত নম্বর মাধ্যমিক স্কুলের শিক্ষক সিয়া শুয়েই অনেক দিন ধরেই অনলাইনে ক্লাস নিচ্ছেন। দেশের দূরবর্তী এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষক সিয়া’র ক্লাসে অংশগ্রহণ করছে। দূরবর্তী এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরাও তাঁর সাথে অনলাইনে শিক্ষাদানের অভিজ্ঞতা বিনিময় করতে পারছে।

২০০৮ সালে শিক্ষক সিয়া শুয়েই চীনের হুয়াচং নর্মোল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি ছেংতু সাত নম্বর উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। অনেক শিক্ষার্থীর কাছে গণিত কঠিন বিষয়, যা সহজে বোঝা যায় না। শিক্ষক সিয়ার প্রচেষ্টায় গণিতও তাদের কাছে মজাদার হয়ে উঠেছে।

গত ১০ বছরেরও বেশি সময়ের শিক্ষকতার অভিজ্ঞতায় অভিজ্ঞ শিক্ষক সিয়া গণিত পড়ানোর অনেক সহজ ও কার্যকর পদ্ধতি আবিষ্কার করেন। তিনি সহজ উদাহরণ দিয়ে ছাত্রছাত্রীদের গণিতের রহস্যময় ব্যাপার বিশ্লেষণ করেন। এভাবে লগারিদমিক ফাংশনের ধারণা শিক্ষার্থীরা সহজে মনে রাখতে পারে। এ ধারণা বিশ্লেষণ করে তিনি বিশেষ একটি বইও রচনা করেছেন। ধীরে ধীরে তাঁর ছাত্রছাত্রীরা গণিতের প্রতি ভয় কমেছে; গণিত শেখার প্রতি আগ্রহও বেড়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn