বাংলা

চীনের উচ্চশিক্ষায় তথাকথিত অপরিচিত বিষয়ের জনপ্রিয়তা বাড়ছে

CMGPublished: 2023-09-11 15:00:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সমাজ দ্রুত উন্নত হচ্ছে এবং শিল্প খাতও দিন দিন নানান সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। কিছু কিছু অপরিচিত শিল্প এখন বেশ জনপ্রিয় ও সুপরিচিত হয়ে উঠেছে, যেমন: দূষণমুক্ত জ্বালানিচালিত গাড়ি, মহাশূন্য ও নভোযান, ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন উন্নত প্রক্রিয়াকরণ শিল্পে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িত নবোদিত শিল্পের দ্রুত উন্নয়নে সংশ্লিষ্ট মেজরের প্রতিভাদের চাহিদাও অনেক বেড়েছে। বর্তমানে প্রযুক্তি ও এআই-এ দক্ষ ব্যক্তি নির্মাণ শিল্পের জন্য অতি গুরুত্বপূর্ণ।

ঢালাই খাতে এমন দক্ষ ব্যক্তিদের অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ২০২২ সালে চীনে চাহিদা সবচেয়ে বেশি—এমন ১০০টি চাকরির মধ্যে ঢালাইয়ে দক্ষ কর্মীর চাহিদা রাঙ্কিং-এ ১২তম ছিল। টানা ৩ বছর ধরে তাদের চাহিদা বাড়ছে।

শাংহাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুলের ঢালাই বিভাগের শিক্ষক ইয়াং মিয়াও মিয়াও বলেন, মহাশূন্য ও নভোযান, চিপস নির্মাণ, জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকৌশল ছাড়া, নিত্যপ্রয়োজনীয় জিনিসেও এ ঢালাই-প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যায়। অতীতে এ প্রযুক্তির ব্যাপারে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গির অভাব ছিল। ফলে, এ বিষয়ে পড়াশোনায় শিক্ষার্থীদের আগ্রহও ছিল কম। বর্তমানে ঢালাই প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটেছে, কাঁচামালের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। তাই, ঢালাই প্রযুক্তির বুদ্ধিমান রূপান্তরও ঘটছে। বিগ ডেটা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদ্ধতিতে বুদ্ধিমান ঢালাই বাস্তবায়ন করা সম্ভব।

বর্তমানে শিক্ষক ইয়াংয়ের স্কুলে ঢালাই ক্লাস মাত্র একটি এবং শিক্ষার্থীর সংখ্যা ৩০। তাদের কর্মসংস্থানের সুযোগ ব্যাপক, কোনো চিন্তা নেই। তবে চীনের গুরুত্বপূর্ণ জ্বালানিসম্পদ, খনিজ সম্পদ ও পরিবহনসহ বিভিন্ন খাতে ঢালাইয়ে দক্ষ ব্যক্তিদের প্রয়োজন। নতুন জ্বালানির কাঁচামাল, সমুদ্র প্রযুক্তি, মহাশূন্য প্রযুক্তি, মানববাহী নভোযানসহ বিভিন্ন গবেষণা প্রকল্পে ঢালাই প্রযুক্তির ব্যাপক ভুমিকা রয়েছে। তাই ঢালাই কর্মীদের বেতনও অতীতকালের চেয়ে অনেক বেড়েছে। ভবিষ্যতে চীনে আরো বেশি দক্ষ ঢালাইকর্মী সৃষ্টিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো নতুন ক্লাসও চালু করবে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn