চীনের অন্যতম সেরা শিক্ষক ইয়ু হুই সিয়াংয়ের গল্প
শুধু তাই নয়, প্রেসিডেন্ট ইয়ু’র উদ্যোগে ক্যাম্পাসে প্রতিবছর একবার খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হয়। এ পর্যন্ত ১১ বার এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা অংশ নিতে ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে দল গঠন করে। দলের প্রধানের নেতৃত্বে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে পারে এবং উপহার বিনিময় করতে পারে। এমন গেমসের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে।
২০১২ সালে প্রেসিডেন্ট ইয়ু খেলাধুলা ক্লাসের সংস্কার নিয়ে নতুন পরামর্শ দেন, যাতে সকল শিক্ষার্থী এক থেকে দুই ধরনের খেলাধুলায় দক্ষতা অর্জন করতে পারে। স্কুলে ছাত্রছাত্রীদের বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বৈশিষ্ট্যময় খেলাধুলার কোর্স চালু হয়। ১০ বছরের খেলাধুলা প্রশিক্ষণ কোর্স উন্নয়নের সাথে সাথে স্কুলে বাস্কেটবল, এরোবিকস, ভলিবল, ফুটবল, সাঁতারসহ বিভিন্ন ক্রীড়ায় শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে।
খেলাধুলার হোমওয়ার্ককে মজাদার করার জন্য বিভিন্ন ক্লাসের উইচ্যাট গ্রুপে বাবা-মায়েদের সাথে খেলাধুলায় দক্ষতা উন্নয়নের টিপস শেয়ার করেন ক্রীড়াশিক্ষকরা। ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার উন্নয়নে স্কুলের ক্রীড়াশিক্ষকরা ভূমিকা রাখছেন। ছাত্রছাত্রীদের ক্রীড়া-স্কোর বাড়ানোর জন্য নিয়মিত শারীরিক পরীক্ষা ও খেলাধুলার স্কোর রেকর্ড করেন শিক্ষকরা।
এসব সংস্কার করার পর ইয়ুইং স্কুলের ক্রীড়া-পরিবেশও অনেক উন্নত হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা বেইজিং হাইতিয়ান এলাকার বিভিন্ন স্কুলের মধ্যে শীর্ষস্থানে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরাও স্বাস্থ্য রক্ষায় আগের চেয়ে বেশি সচেতন হয়েছে।
নান্দনিকতার শিক্ষা স্কুলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট ইয়ু তাঁর কার্যমেয়াদের শুরুতে শিক্ষকদের বলেন, স্কুল হবে বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর অন্যতম। তাই ভালো করে নান্দনিকতার শিক্ষা উন্নয়ন অনেক জরুরি। তিনি ক্যাম্পাসে মাধ্যমিক স্কুল ও প্রাথমিক স্কুলের মধ্যে দেয়াল নির্মূল করেন এবং মোট ৯টি ছোট খেলার মাঠ ও ৫টি উদ্যান নির্মাণ করেন। তাঁর দৃষ্টিতে স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনার স্থানের হবার পাশাপাশি বসবাসের এলাকাও বটে। তাই বিভিন্ন বয়সের বাচ্চাদের শারীরিক ও মানসিক অবস্থাকে সম্মান দিতে হবে, তাদের জন্য একটি আরামদায়ক পরিবেশ গড়ে তুলতে হবে, এবং বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া স্কুলের মূল উদ্দেশ্য।
