চীনের অন্যতম সেরা শিক্ষক ইয়ু হুই সিয়াংয়ের গল্প
আগামী ১০ সেপ্টেম্বর চীনের ৩৯তম শিক্ষক দিবস। ইতোমধ্যেই চীনে ২০২৩ সালের সেরা শিক্ষক মনোনীত হয়েছেন বিভিন্ন শহর ও অঞ্চলের মোট ৬৪ জন। বেইজিং ইয়ুইং মাধ্যমিক স্কুলের প্রেসিডেন্ট ইয়ু হুই সিয়াং তাঁদের একজন। আজকের অনুষ্ঠানে আমরা শিক্ষক ইয়ু’র গল্প ও তাঁর শিক্ষাজীবন নিয়ে কিছু তথ্য তুলে ধরবো।
ইয়ুইং মাধ্যমিক স্কুল বেইজিংয়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। এ স্কুল বেইজিংয়ের হাইতিয়ানের উখ্যসংয়ে অবস্থিত। ১৯৪৮ সালের ৭ নভেম্বর হ্যপেই প্রদেশের সিপাইপো জেলার সিয়াতোংইয়ু গ্রামে এ স্কুল প্রতিষ্ঠিত হয়। সেই সময় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সরকারি বিভাগের কর্মকর্তাদের বাচ্চারা এ স্কুলে পড়াশোনা করেছেন। চেয়ারম্যান মাও সে তুংয়ের কন্যা লি নাসহ সিপিসি’র অনেক নেতা ও কর্মকর্তার ছেলেমেয়েরা এ স্কুলের শিক্ষার্থী ছিলেন। পরে, স্কুলটি বেইজিংয়ে মোট ৪টি শাখা ক্যাম্পাস খোলে। ২০২৩ সালের ৩১ মে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ স্কুল পরিদর্শন করেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের সাথে আন্তরিকভাবে কথাবার্তা বলেন।
এবার যে ৬৪ জনকে সেরা শিক্ষকের পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে, তাদের ২ জন শিক্ষক বেইজিংয়ের স্কুলে কাজ করেন। তাঁদের মধ্যে একজন ইয়ুইং মাধ্যমিক স্কুলের প্রেসিডেন্ট ইয়ু হুই সিয়াং। ইয়ুইং মাধ্যমিক স্কুলের ইতিহাস ও বিপ্লবী ঐতিহ্যের সাথে প্রেসিডেন্ট ইয়ু-র সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি স্কুলের গুণগত মান উন্নয়ন ও সংস্কারে ইতিবাচক ভূমিকা রেখেছেন।
২০১১ সালের জুন মাসে শিক্ষক ইয়ু হুই সিয়াং বেইজিং ইয়ুইং মাধ্যমিক স্কুলের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। স্কুলের শিক্ষকদের সাথে ভাববিনিময়ের পর, তিনি স্কুলের ছাত্রছাত্রীদের ইচ্ছাশক্তি ও চেতনা উন্নয়নে, ভালো করে স্কুলের ইতিহাস শেখার ওপর গুরুত্ব দেন। তিনি বিপ্লবী চেতনা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে চান। চীনের সাবেক প্রেসিডেন্ট মাও সে তুং ইয়ুইং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ‘ভালো করে পড়াশোনা’ স্লোগান লিখে দিয়েছিলেন। সেই থেকে স্কুলের শিক্ষার্থীরা এই স্লোগান অনুসরণ করে যাচ্ছে।