চীনের অন্যতম সেরা শিক্ষক ইয়ু হুই সিয়াংয়ের গল্প

প্রেসিডেন্ট ইয়ু শপথগ্রহণের পর স্কুলের ইতিহাস জাদুঘর, পুরনো পাঁচ তারার দরজা ও দেয়াল পুনঃনির্মাণ করেন। পাশাপাশি, স্কুলের খেলার মাঠে ‘মাতৃভূমি, সততা, দায়িত্ব’ অক্ষরগুলো পাথরে খোদাই করা হয়। এটি স্কুলের নতুন একটি চিহ্নে পরিণত হয়। ছাত্রছাত্রীরা প্রতিদিন খেলার মাঠে যাওয়া-আসার সময় এসব শব্দ উচ্চারণ করে। তা ছাড়া, প্রতি সোমবার সকালে স্কুলে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজিত হয় এবং অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেশপ্রেমের চেতনা এবং ভালো করে পড়াশোনা করার ভাবনা সুসংবদ্ধ হয়।
স্কুলের ছাত্রছাত্রীরা ভালো নৈতিক শিক্ষা পায় ও সঠিক মূল্যবোধ পোষণ করে। ২০১৬ সালে মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র তু ই সেন একজন ক্লিনারের গল্প শুনে ‘মর্যাদা ও সম্মান’ শীর্ষক একটি প্রবন্ধ লেখে। এতে মর্যাদা ও সম্মান নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়েছে, যা একজন মেধাবী ছাত্রের মেধা ও স্কুলে পাওয়া শিক্ষার কার্যকারিতার প্রতিফলন। অনুপ্রাণিত চিন্তাধারা স্কুলের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, যা নতুন যুগে চীনা কিশোরকিশোরীদের চেতনারও বহিঃপ্রকাশ।
শিক্ষার প্রসঙ্গ এলে পরীক্ষার ফলাফল ও স্কোরের কথা ওঠে। তবে প্রেসিডেন্ট ইয়ু এ ব্যাপারে সঠিক চেতনা ধারণ করেন। তিনি মনে করেন, শিক্ষার উদ্দেশ্য কেবল পরীক্ষায় ভালো স্কোর করা নয়, ছাত্রছাত্রীদের নৈতিকতা চর্চার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। ইয়ু’র দৃষ্টিতে, যদি কেবল লেখাপড়ার ওপর মনোযোগ দেওয়া হয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের শিক্ষা দেওয়া না হয়, তবে বাচ্চারা বড় হওয়ার পর দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে না।
২০১৩ সালে প্রেসিডেন্ট ইয়ু’র উদ্যোগে ইয়ুইং স্কুলের শিক্ষা-কার্যক্রমে ব্যাপক সংস্কার প্রক্রিয়া শুরু হয়। এতে মৌলিক ক্লাস, নৈতিক ক্লাস, আর সুপ্তশক্তির চর্চা ক্লাসের ভিত্তিতে, স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত ক্লাস-ব্যবস্থা গড়ে তোলা হয়। তিন ধরনের ক্লাসে আলাদাভাবে অংশগ্রহণ করতে হয়। তবে, এসব ক্লাশের পারস্পরিক সম্পর্ক রয়েছে। এভাবে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা, নৈতিকতা, শরীরসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দেওয়া যায়। গত ১০ বছরে এ বিশেষ প্রশিক্ষণ কোর্সের পর্যালোচনা ব্যবস্থা নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়েছে। সঠিক পর্যালোচনা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার চাপ হ্রাস পেয়েছে এবং তাদের বহুমুখী দক্ষতার উন্নতি ঘটছে।
