বাংলা

কম্পিউটার গেমস, আসক্তি, সন্তান, ও পিতামাতা

CMGPublished: 2023-08-07 17:01:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পিতামাতা যদি সঠিকভাবে কম্পিউটার বা মোবাইল ফোনে গেমস খেলার বিষয়টি দেখেন, তাহলে সেটি বাচ্চার জন্য সুখবর। কারণ, তারা আরও সহজে বাচ্চাদের খেলার আগ্রহ বুঝতে পারেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষজ্ঞ মনে করেন, যদি পিতামাতা মোবাইল ফোনকে ভয় না করেন এবং সন্তানের খেলার সময় নির্দিষ্ট করে দেন, তাহলে আর কোনো সমস্যা হবার কথা নয়। বিশেষজ্ঞদের দৃষ্টিতে, পারস্পরিক সমঝোতা হবে পারিবারিক শিক্ষার ভিত্তি। বাচ্চাদের সঠিক নির্দেশনা ও পরামর্শ দিওয়া জরুরি।

অনেক বাচ্চার চিন্তাধারায় গেমস ইতিবাচক প্রভাবও ফেলে। ছেলে উ চুন বলে, ছোটবেলায় একটি গেমস খেলার পর ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তাঁর অনেক বেড়েছে। কারণ, ছোটবেলা থেকে সে বাবা-মায়ের সাথে একটি কম্পিউটার গেমস খেলেছে, যে গেমসে দুটি সামরিক জোটের লড়াইয়ের গল্প আছে। এ থেকে ইতিহাস সম্পর্কে জানার কৌতুহল তার বেড়েছে। প্রাথমিক স্কুল থেকেই ইতিহাস নিয়ে তার পড়াশোনা ও গবেষণা শুরু হয়। মাধ্যমিক স্কুলের পর্যায়ে বিস্তারিতভাবে বিভিন্ন ধরনের ইতিহাসের বই পড়ে এবং বিভিন্ন ঐতিহাসিক নথি পড়ার পাশাপাশি চীন ও বিশ্বের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য ও ধারণা পেয়েছে সে।

তাঁর পিতামাতা কম্পিউটার গেমসের ব্যাপারে কোনো বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেনি। ফলে ছেলে উ চুন গেমস খেলার মাধ্যমে ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পেরেছে, অথচ খেলার প্রতি আসক্ত হয়নি।

এ সম্পর্কে চীনের যুব গবেষণাকেন্দ্রের গবেষক সুন হং ইয়ান বলেন, জরিপ থেকে জানা গেছে, গেমস খেলতে পছন্দ করে, এমন বাচ্চাদের প্রতিক্রিয়া হয় তুলনামূলকভাবে দ্রুত, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও তাঁরা এগিয়ে থাকে।

আধুনিক কম্পিউটার গেমস প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে সাংস্কৃতিক ও বিজ্ঞানের সাথে জড়িত জ্ঞান আরও সমৃদ্ধ হয়েছে। গেমসের মধ্যে কয়েক শ বছরের আগের ঐতিহাসিক গল্প থাকে এবং গেমস খেলার মাধ্যমে কম্পিউটার সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায়। কিছু কিছু গেমসের গল্প বেশ আকর্ষণীয়, যা নাটক ও উপন্যাসের চেয়েও মজাদার।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn