বাংলা

কম্পিউটার গেমস, আসক্তি, সন্তান, ও পিতামাতা

CMGPublished: 2023-08-07 17:01:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইন্টারনেটে গেমস অ্যাকাউন্ট উন্নতে করতে সাহায্যকারী পিতামাতা শিশু-কিশোরদের কাছে প্রিয় বাবা-মা। চীনের ইউথ পত্রিকার সংবাদদাতা অনেক বাচ্চা ও তাদের পিতামাতার মধ্যে জরিপ পরিচালনা করেছেন। তিনি কম্পিউটার বা মোবাইল ফোনে গেমস খেলা নিয়ে পিতামাতা ও বাচ্চাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষাত্কারের সময় তিনি খেয়াল করেন যে, যেসব বাবা-মা ১৯৮০ সালের আগে জন্মগ্রহণ করেছেন, তারা কম্পিউটার ও মোবাইল ফোনে গেমস খেলা নিয়ে তুলনামূলকভাবে বেশি উদ্বিগ্ন। আর যেসব বাবা-মা ১৯৮০ সালের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা বাচ্চাদের কম্পিউটার গেমস খেলা নিয়ে তুলনামূলকভাবে কম উদ্বিগ্ন; তাঁরা এক্ষেত্রে অনেক শিথিল। ম্যাডাম চাং ছিয়ান তাঁদের মধ্যে একজন।

তিনি ও তাঁর স্বামী দু’জন ১৯৮০ সালের পর জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বাড়িতে গেম কনসোল ব্যবহার করেছেন তাঁরা। দু’জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং বর্তমানে তাদের চাকরি ও জীবনমান মোটামুটি ভালো। বাচ্চাদের কম্পিউটার গেমস খেলা সম্পর্কে তিনি বলেন, “আমাদের ছোটবেলায় এমন গেমস খেলেছি। আমাদের জীবন ও পড়াশোনার ওপর গেমসের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তাই, আমি কেন আমার বাচ্চাকে গেমস খেলতে নিষেধ করবো?”

কেউ কেউ মনে করেন, ছোটবেলা থেকে বাচ্চাকে কম্পিউটার গেমস খেলতে দেওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে বাচ্চারা সহজে কম্পিউটারে আসক্ত হতে পারে। তবে, যেসব পিতামাতার গেমস সম্পর্কে ধারণা রয়েছে, তাদের দৃষ্টিতে কম্পিউটার গেমস খেলা ও চলচ্চিত্র দেখার মধ্যে বড় পাথর্ক্য নেই। এখন অনেক বাচ্চার মোবাইল ফোনে আসক্ত হওয়ার মূল কারণ গেমস নয়, বরং পিতামাতা অবহেলা এর জন্য দায়ী। পিতামাতা খেলার সময় নিয়ন্ত্রণ করেন না বলে এমনটা হতে পারে। যদি পিতামাতা বাচ্চাকে নিয়ন্ত্রণ করেন, সময় ঠিক করে দেন, এবং বাচ্চাকে পরামর্শ দেন, তবে তারা গেমসে আসক্ত হবে না।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn