চীনে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং শিশু-কিশোরদের স্বপ্ন
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধান বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিজ্ঞান ক্লাসের উন্নয়ন একটি ধারাবাহিক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িত কোম্পানিগুলো দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে ও ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করবে। কেবল বিজ্ঞান প্রতিযোগিতায় ভালো স্কোর বা পুরস্কার লাভের জন্য বিজ্ঞান ক্লাসে যোগ দেওয়া মূল উদ্দেশ্য নয়, বরং শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণার চেতনা ধারণ করতে হবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞানচর্চা করতে শিখতে হবে। এভাবে নতুন প্রজন্মের বাচ্চারা দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।