বাংলা

চীনে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং শিশু-কিশোরদের স্বপ্ন

CMGPublished: 2023-07-24 15:00:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিজ্ঞান প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট সম্পদের দিক দিয়ে অনুন্নত ও দুর্বল এলাকায় বিশেষ সুযোগ-সুবিধা দিতে হবে। তিব্বতের শিকাচে শহরের তিংরি জেলার চাশিচং উপজেলার একটি প্রাথমিক স্কুলের অদূরে চীনের বিজ্ঞান একাডেমির চুমুলংমা পর্বতের বায়ু ও পরিবেশ পর্যবেক্ষণ স্টেশন নির্মিত হয়েছে। স্থানীয় প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা এ সুযোগ কাজে লাগিয়ে চীনের শ্রেষ্ঠ বিজ্ঞান পরীক্ষাগারের ক্লাসে বিজ্ঞান সম্পর্কে অনেক তথ্য জানতে পারছে।

চীনের হ্যনান প্রদেশের সিনইয়াং শহরের কুশি জেলার চাংকুয়াংমিয়াও উপজেলার প্রাথমিক স্কুলের খেলার মাঠে ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি রকেটের নমূনা সফলভাবে নিক্ষেপ করেছে। এ সম্পর্কে স্কুলের বিজ্ঞান শিক্ষক চাং বলেন, নিয়মিত বাচ্চাদের নিয়ে মজার মজার বৈজ্ঞানিক পরীক্ষা করা বেশ তাত্পর্যপূর্ণ ব্যাপার। এভাবে বাচ্চারা বিজ্ঞানের জগত সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারছে।

অনুন্নত ও দুর্বল এলাকাগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। চীনের মধ্য ও পশ্চিমাঞ্চল, গ্রামাঞ্চল, সংখ্যালঘু জাতিঅধ্যুষিত এলাকা এবং সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলে বিজ্ঞান ক্লাস চালু এবং সংশ্লিষ্ট শিক্ষাসরঞ্জাম সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়।

দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে বিজ্ঞান প্রশিক্ষণ ঘাঁটি প্রকল্পসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সেখানকার স্কুলগুলোতে উন্নতমানে বৈজ্ঞানিক সরঞ্জাম ও যন্ত্রপাতি পাঠানো যায়। সমাজের বিভিন্ন মহলের সেরা প্রশিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে অনুন্নত এলাকার স্কুলে স্বেচ্ছাসেবক বিজ্ঞানশিক্ষকের দায়িত্ব পালন করানো, বিশেষ করে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অনুন্নত এলাকার স্কুলে বিজ্ঞান ক্লাস স্থাপনে সরঞ্জাম, বই ও সফটওয়ারসহ বিভিন্ন সহায়তা দেওয়া আর পেশাদার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn