চীনের শিক্ষা খাতের উন্নয়ন, নতুন মেজর, নতুন পদ্ধতি
আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। চীনের বিভিন্ন প্রদেশের কাওখাওয়ের পদ্ধতি ও পরীক্ষাপত্র আলাদা। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করেছে। যেমন, বেইজিং চিয়াওথং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘৩টি প্রিয় মেজরের মধ্যে একটি বেছে নেওয়া’-র ব্যবস্থা চালু করেছে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা এসব বিষয়ের একটিতে ভর্তি হতে পারে।
মোদ্দাকথা, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নের এই যুগে, অনেক সনাতন মেজর যেমন প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তেমনি অনেক নতুন মেজর সৃষ্টি হচ্ছে। নতুন মেজর মানে নতুন চ্যালেঞ্জও বটে। চীনের শিক্ষা অনলাইন ওয়েবসাইটের সাধারণ সম্পাদক ছেন জি ওয়েন এ মন্তব্য করেন। আশার কথা, এ চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য চীনের শিক্ষা-ব্যবস্থার রয়েছে।