বাংলা

চীনের শিক্ষা খাতের উন্নয়ন, নতুন মেজর, নতুন পদ্ধতি

CMGPublished: 2023-07-03 15:00:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, জুলাই মাস এসেছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটির সময় এটা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বা কলেজ ভর্তি-পরীক্ষা তথা কাওখাও-এর ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর চীনের রাজধানী বেইজিংয়ের কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত প্রেস ব্রিফিংও আয়োজিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে ভর্তির নীতিমালা ও ব্যবস্থাদি তুলে ধরে। এই প্রেস ব্রিফিং বেইজিংয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। আজকের অনুষ্ঠানে চীনের শিক্ষা খাতের উন্নয়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা, এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যময় মেজর নিয়ে আলোচনা করবো।

চলতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট মেজরের সংখ্যা অনেক বেড়েছে। বিগ ডেটা, এআই প্রযুক্তি, গ্রহবিজ্ঞান, ইত্যাদি মেজর বেছে নেওয়ার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা। বেইজিং চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যালয়ের পরিচালক ওয়াং হাও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ৬টি মেজর যুক্ত করা হয়েছে। এসব মেজর অর্থবিজ্ঞান, ডিজিটাল অর্থনীতি, সরবরাহ চেইন, ইত্যাদি সম্পর্কিত। ওয়াং হাও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন ৬টি মেজরের সবগুলোই আকর্ষণীয়। সংশ্লিষ্ট শিল্পে আমাদের প্রাধান্যও সুস্পষ্ট। এসব মেজরে শুধু অনার্স নয়, বরং ডবল ডিগ্রি অর্জন করা যাবে। এর মানে, সংশ্লিষ্ট মেজরের অনার্স শিক্ষার্থীরা এ বিষয়ে ডবল ডিগ্রি পেতে পারেন।”

নানচিং বিশ্ববিদ্যালয়ের ‘গ্রহবিজ্ঞান’ শীর্ষক মেজরও ব্যাপক জনপ্রিয় হয়েছে। গ্রহবিজ্ঞানের মূল বিষয় মহাকাশ অনুসন্ধান করা। এর সাথে জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিজ্ঞান, ও ভূ-বিজ্ঞান যুক্ত হয়েছে। এ মেজরের ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা বেশি নয়। তাই শিক্ষকরা প্রতিজন শিক্ষার্থীকে আলাদা করে বেশি সময় দিতে পারবেন। বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এআই প্রক্রিয়াকরণ’ এবং ‘ইন্টেলিজেন্ট মাইনিং ইঞ্জিনিয়ারিং’—এই দুটি নতুন মেজরও যুগের চাহিদার কথা বিবেচনায় রেখে চালু করা হয়েছে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn