বাংলা

চীনের শিক্ষা খাতের উন্নয়ন, নতুন মেজর, নতুন পদ্ধতি

CMGPublished: 2023-07-03 15:00:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সি’আন চিয়াওথং বিশ্ববিদ্যালয়ে ‘মেডিকেল ইঞ্জিনিয়ারিং’ ও ‘আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য বিধি’ শীর্ষক মেজর চালু করা হয়েছে। এ সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি কার্যালয়ের পরিচালক ছাও লিয়াং চি বলেন, ‘মেডিকেল ইঞ্জিনিয়ারিং’ মেজর মানবজাতির স্বাস্থ্যচাহিদা ও চিকিত্সাসরঞ্জামের গবেষণার চাহিদা বিবেচনা করে চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাধান্যের ওপর নির্ভর করে, নতুন চিকিত্সা সরঞ্জাম ও নতুন চিকিত্সাপদ্ধতি নিয়ে গবেষণা করবে এ মেজরের শিক্ষার্থীরা।

একেক বিশ্ববিদ্যালয় একেক বিষয়ের ওপর তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেমন, বেইজিং রসায়ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হংত্য একাডেমিতে প্রকৌশল, রসায়ন ও আইন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। চীনের বিভিন্ন প্রদেশের ছাত্রছাত্রীদের মধ্য থেকে মোট ১৮০ জনকে বেছে নেওয়া হয়েছে এই একাডেমিতে। তাঁরা এখানে সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশুনা ও গবেষণা করার সুযোগ পাবে।

নানচিং বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতা ও আদান-প্রদানের ওপর বেশি গুরুত্ব দেয়। ২০২২ সালে নানচিং বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার ভিত্তিতে, বায়ুমন্ডলীয় ও ভূ-ব্যবস্থাপনা বিজ্ঞান একাডেমি স্থাপন করে। এই একাডেমি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যু নিয়ে গবেষণা করে থাকে।

বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শেখার সুযোগ

চীনের অনেক বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিডিউটে বিদেশি ভাষা শেখার সুযোগ আছে। সেখানে বিভিন্ন বিদেশি ভাষাকে মেজর হিসেবে নিয়ে অনার্স কোর্সও সম্পন্ন করা যায়। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি সেগুলোর মধ্যে একটি। এখানে অনার্স বিভাগ মোট ১২১টি। এর মধ্যে প্রচলিত বিদেশি ভাষার বিভাগ আছে ১০১টি এবং অপ্রচলিত বিদেশি ভাষার বিভাগ ২০টি। বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা এ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এমন সব দেশের ভাষাই এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn