বাংলা

পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক গড়ে তোলার উপায় প্রসঙ্গে

CMGPublished: 2023-04-03 15:30:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পরিবার প্রতিজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরিবারে পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বস্তুত, বিশ্বে নিখুঁত বাবা-মা খুঁজে পাওয়া মুশকিল; নিখুঁত সন্তানও বিরল। আমাদের সবারই নানান দুর্বলতা আছে। আমরা এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি। আজকের অনুষ্ঠানে আমরা লেখিকা কাও লিনের একটি প্রবন্ধের বক্তব্য শেয়ার করবো। তিনি পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক গড়ে তোলার প্রশ্নে কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি প্রবন্ধে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেছেন।

সম্প্রতি মালিয়েশিয়ার প্রবাসী চীনা অভিনেত্রী মিশেল ইয়োহ ‘Everything Everywhere All at Once’ নামের একটি চলচ্চিত্রে চমত্কার অভিনয় করার জন্য অস্কার পেয়েছেন। এ চলচ্চিত্রে প্রবাসী চীনা নারীর মধ্যজীবনের উদ্বেগ এবং পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ও সন্তানের বড় হয়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।

লেখিকা মা লিন মনে করেন, সাধারণ মানুষের জীবন যেন অনেকটা এ চলচ্চিত্রের মতো। নিজের জীবনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ২০২৩ সালের বসন্ত উত্সবের আগে তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৮ বছর বয়সী ছেলেকে দেখতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে, ঠিক সেই সময় তাঁর বয়স্ক পিতামাতা কোভিডে আক্রান্ত হন। ফলে, কয়েকবার যুক্তরাষ্ট্রে যাওয়ার বিমানটিকিটের তারিখ বদলাতে হয়। এ প্রক্রিয়ায় একসময় তিনি শিশুর মতো কেঁদেছেনও। আসলে, মধ্যবয়সীদের কাঁধে সাধারণত একাধারে নিজেদের পিতামাতা ও সন্তানের দেখভালের দায়িত্ব থাকে। তিনি এই দুই দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিলেন মহামারীর সময়।

যাই হোক, নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক গড়ে তোলা ও তা বজায় রাখার জন্য কয়েকটি টিপস দিয়েছেন। আসুন সেগুলো নিয়ে আলোচনা করি।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn