বাংলা

শিক্ষকের বিয়েতে কিন্ডারগার্টেনের শিশুদের বিশেষ উপহার ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-11-21 12:34:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০১৯ সালে তিনি চীনের প্রতিবন্ধী তহবিলের অধীনে অটিজমে আক্রান্ত শিশুদের ফুটবল কোচ হিসেবে কাজ করেন। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও অনুসন্ধানের পর তিনি খেয়াল করেন যে, অটিজমে আক্রান্ত বাচ্চারা অন্য বাচ্চাদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। এ দেখে তিনি অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্যও ফুটবল প্রশিক্ষণ ক্লাস চালুর সিদ্ধান্ত নেন।

শুরুর দিকে তিনি দেখেন যে, অটিজমে আক্রান্ত বাচ্চারা কখনও অন্য অপরিচিত লোকের সাথে দৃষ্টি বিনিময় করে না, কখনও তাদের সাথে কথাও বলে না। তবে, তাঁর অবিরাম প্রচেষ্টার পর কিছু কিছু বাচ্চা তাঁর কথা ও নির্দেশনা শুনতে শুরু করে এবং তার কথা অনুসারে প্রশিক্ষণেও অংশ নেয়। কোনো কোনো শিশু তাঁর সাথে দৃষ্টি বিনিময়ও করে। এটা তাঁর জন্য ছিল বড় অগ্রগতি। তিনি এতে অনেক খুশি হন। কারণ, বাচ্চারা তাঁকে পছন্দ করে, বিশ্বাস করে।

অটিজম যদি শুরুতে শনাক্ত করা যায় এবং যথাযথ ও উপযোগী চিকিত্সার উদ্যোগ নেওয়া হয়, তবে আক্রান্তদের অবস্থা অনেক উন্নত হওয়া সম্ভব। শিক্ষক শি’র প্রচেষ্টায় দু’টি অটিজমে আক্রান্ত শিশু সুস্থ হয়ে স্বাভাবিক স্কুলে পড়াশোনা শুরু করে।

অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য তিনি বিশেষ ফুটবল দল গঠন করেন এবং চীনের প্রতিবন্ধী তহবিলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাহায্যে অটিজম রোগের চিকিত্সার নতুন নতুন পদ্ধতিও অনুসন্ধান করছেন।

এখন তিনি অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য ফুটবলের পাশাপাশি অন্যান্য ক্রীড়ার ব্যবস্থাও করছেন। তা ছাড়া, স্কুলে একটি আবাসিক কমিউনিটি গঠিত হয়েছে, যেখানে সেলুন, সুপারমার্কেটসহ বিভিন্ন স্থাপনা আছে। এখানে বাচ্চারা স্বাভাবিক জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারে। ছুটির দিনে তিনি অটিজমে আক্রান্ত বাচ্চাদের বিনামূল্যে চুল কেটে দেন। তিনি আশা করেন, সমাজের বিভিন্ন মহলের যৌথ প্রয়াস আরও বেশি অটিজমে আক্রান্ত শিশুর জন্য কল্যাণ বয়ে আনবে।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn