বাংলা

শিক্ষকের বিয়েতে কিন্ডারগার্টেনের শিশুদের বিশেষ উপহার ও অন্যান্য প্রসঙ্গ

CMGPublished: 2022-11-21 12:34:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিক্ষক ছেনের বিবাহ অনুষ্ঠানের জন্য দুটি ক্লাসের ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে শিক্ষক ও পিতামাতাদের সাহায্যে সুন্দরভাবে তাদের ক্লাস সাজায়; সাদা দেয়ালে রঙিন বেলুন ঝোলায়; নিজেদের আঁকা ছবি দিয়ে ক্লাসরুম সাজায়। কিন্ডারগার্টেনের মেঝেতে লাল গালিচাও পাতা হয়; খেলার মাঠে নতুন দম্পতির একটি বড় ছবিও স্থান পায়। যদিও এটি কিন্ডারগার্টেনের একটি বিশেষ বিবাহ অনুষ্ঠান, তথাপি চীনাদের সাধারণ বিবাহের অনুষ্ঠানের সকল আচারই এতে অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষক ছেন বলেন, “আমার এ বিশেষ বিবাহ অনুষ্ঠান ৪০ জন ছোট বন্ধুর ভালোবাসার নিদর্শন। আমার কাছে এ অনুষ্ঠানের বিশেষ তাত্পর্য রয়েছে। আমাদের জন্য শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে এ অনুষ্ঠান। ”

চীনাদের বিবাহ অনুষ্ঠানে বরকে নববধূর কাছে যেতে কয়েকটি চ্যালেঞ্জ বা পরীক্ষা অতিক্রম করে যেতে হয়। বাচ্চারাও শিক্ষক ছেনের জন্য এসব পরীক্ষা আয়োজন করে। এসব পরীক্ষা মধ্যে আছে ফুলত্তয়ালিকে টাকাভর্তি লাল খাম দেওয়া, নববধূর লুকিয়ে রাখা জুতা খুঁজে বের করা, গান ও নৃত্য পরিবেশন করা, ইত্যাদি। বাচ্চাদের যৌথ প্রয়াসে দুই ঘন্টার বিবাহ অনুষ্ঠান শেষ হয়। সেটি শিক্ষক ছেনের জন্য ছিল শ্রেষ্ঠ উপহার এবং বাচ্চাদের জন্য মজার স্মৃতি।

দুটি ক্লাসের বাচ্চারা প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে। তারা নিজেরাই দাওয়াতপত্র তৈরি করে, মিষ্টির ছোট ছোট প্যাকেট বানায়। চীনাদের বিবাহ অনুষ্ঠানে সবাইকে মিষ্টিমুখ করানোর রেওয়াজ আছে। মিষ্টি প্রেম ও ভালোবাসার প্রতীক। কিন্ডারগার্টেনের প্রেসিডেন্ট ম্যাডাম চৌ সিয়াও হুই বলেন, অনেক আগ্রহ নিয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে বাচ্চারা। এ সুযোগে বাচ্চারা চীনা বিবাহ অনুষ্ঠানের রীতিনীতি ও সংস্কৃতি সম্পর্কে অনেককিছু জেনেছে ও শিখেছে। ব্যাপারটা বেশ মজার ও তাত্পর্যপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চীনা অপেরায় অভিনয় ও ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠার গল্প

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn