বাংলা

চীনে প্রবীণদের জন্য ‘সিনিয়র বিশ্ববিদ্যালয়’ ও প্রসঙ্গকথা

CMGPublished: 2022-11-14 16:04:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ২০ সেপ্টেম্বর চীনের নানচিং শহরের ইয়ুহুয়া ওপেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষার্থী চাং আনন্দের সাথে বলেন, ‘আমার বাসার কাছে স্কুল। আমার জন্য বেশ সুবিধাজনক।’

চীনের হুপেই প্রদেশের ইংশান জেলার একটি সিনিয়র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অতীতে সিনিয়র বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে দূরের রাস্তা হাঁটতে হতো, যা প্রবীণদের জন্য ছিল অসুবিধাজনক। বর্তমানে বিভিন্ন জেলায় শাখা স্কুলও চালু হয়েছে এবং শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করে বিভিন্ন কোর্স চালু হয়েছে। ফলে, গ্রামাঞ্চলের অনেক প্রবীণ নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছে।

চীনের ছেংতু শহরের সিনিয়র বিশ্ববিদ্যালয়ে ড্রোন ফটোগ্রাফি কোর্স চালু হয়েছে, শাংহাই মহানগরের হংখৌ এলাকার সিনিয়র বিশ্ববিদ্যালয়ে ভিডিও এডিটিং কোর্স চালু হয়েছে, এবং কুয়াংচৌ শহরের সিনিয়র বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির কোর্স যুক্ত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির কোর্সের আওতায় প্রবীণ শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করার সুযোগ পান, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নতুন জ্ঞান ও তথ্য জানতে পারেন। স্মার্টফোনের ব্যবহার এবং ইন্টারনেটে আর্থিক জালিয়াতি সর্তকতা কোর্সও চালু আছে।

ছাংচৌ শহরের সিনিয়র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনে করেন, স্কুলের নতুন কোর্স সামাজিক উন্নয়নের চাহিদা মেটাচ্ছে। তাই এ কোর্স ব্যাপক জনপ্রিয়। কখনও আসন খালি থাকে না।

একসময় সিনিয়র বিশ্ববিদ্যালয় মানে ছিল কেবল শিল্পকলার সাথে জড়িত কোর্স। তবে, বর্তমানে আরও অনেক নতুন বিষয় ও প্রশিক্ষণ কোর্স যুক্ত করা হয়েছে। ভিডিও এডিটিং, ছবি সংশোধন, কম্পিউটারে দক্ষতা অর্জন এবং ইন্টারনেটে সেলিব্রিটির মতো ভিডিও পোস্ট করা—অনেককিছুই এখন করতে পারেন প্রবীণরা।

২০২০ সাল থেকে কোভিড-১৯ মহামারীর কারণে অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের কোর্স অনলাইনে চালু রাখা হয়। ভিডিওতে কোর্স করা এখন নতুন শিক্ষা-পদ্ধতি। অফলাইন ক্লাস তুলনামূলকভাবে অনেক ভালো। কিন্তু স্বাস্থ্য রক্ষার খাতিরে অনলাইন ক্লাস করতে হচ্ছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn