বাংলা

চীনে প্রবীণদের জন্য ‘সিনিয়র বিশ্ববিদ্যালয়’ ও প্রসঙ্গকথা

CMGPublished: 2022-11-14 16:04:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সিনিয়র বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বয়স ৫০ থেকে ৮০ বছর হলে, তাদেরকে ভর্তিপরীক্ষা দিতে হয় না। তবে, ভর্তির সময় তাদেরকে নির্দিষ্ট বিষয় বেছে নিতে হয়। যেমন, সংগীত, শিল্পকলা, ভাষা ও সংস্কৃতি ইত্যাদি কোর্স রয়েছে। সিনিয়র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক খরচেও পার্থক্য আছে। মানে, একেক বিশ্ববিদ্যালয়ে খরচ একেকরকম। তবে, সাধারণভাবে একটি কোর্সের ব্যয় কয়েক শ ইউয়ান হয়ে থাকে।

চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরের চিনলিং সিনিয়র বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইয়ে নান খ্য বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রবীণদের পড়াশোনা ও বিনোদনের চাহিদা মেটাতে সক্ষম।

চীনের চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরের অবসরপ্রাপ্ত ওয়াং রং ছিং সিনিয়র বিশ্ববিদ্যালয়ে ছবি আঁকা ও সাহিত্যসহ বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন করেন। তিনি বলেন, বৃদ্ধ হলেও নতুন জ্ঞান অর্জন করতে চান। তা ছাড়া, আরও অনেক বয়স্ক শিক্ষার্থী মনে করেন, এখানে নতুন বন্ধু পাওয়া যায় এবং সমবয়সী প্রবীণদের সাথে মজার সময় কাটে। তাদের জীবন ভালো কাটে, একাকী লাগে না।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রবীণদের শিক্ষার জন্য সুবিধাজনক নীতি ব্যাপকভাবে চালু হয়েছে। রাষ্ট্রীয় সিনিয়র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। প্রবীণদের শিক্ষার জন্য সরকার যথেষ্ট বিনিয়োগও করছে। বিভিন্ন সরকারি বিভাগ, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে ভূমিকা রাখছে।

চীনের সিনিয়র বিশ্ববিদ্যালয় পরিষদের প্রকাশিত ‘চীনে প্রবীণ শিক্ষা উন্নয়ন প্রতিবেদন’ থেকে জানা গেছে, ২০১৯ সালের শেষ দিক পর্যন্ত চীনে সিনিয়র বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ৭৬ হাজারে উন্নীত হয়, যা ২০১৭ সালের চেয়ে ১৪ হাজার বেশি।

গত কয়েক বছরে চীনের চিয়াংসু, হুপেই, শানতুংসহ কয়েকটি প্রদেশের জেলা ও গ্রামে সিনিয়র বিশ্ববিদ্যালয়ের শাখা স্কুলও গঠিত হয়েছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn